ফের সিএসকে শিবিরে ফিরতে পারেন রায়না, জানালেন দেশে ফেরার আসল কারণ

সুরেশ রায়নার হঠাৎ আইপিল না খেলার সিদ্ধান্ত অবাক হয়েছিলেন সকলেই। ঠিক কি কারণে দল ছাড়লেন রায়না তা নিয়েও তৈরি হয়েছিল নানা জল্পনা। সামনে এসেছিল একাধিক কারণ। ধোনির সঙ্গে হোটেলের রুম নিয়ে বিবাদ থেকে শুরু করে পাঠান কোটে আত্মীয়ের বাড়িতে দষ্কৃতী হামলা। কিন্তু সঠিক কারণ কোনটা তা নিয়ে মুখ খোলেননি রায়না। ফলে বাড়তে থাকে বিতর্কও। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তার সিএসকে ছাড়ার কারণ জানালেন প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটসম্যান। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানান তার দেশে ফেরার কারণ। একইসঙ্গে দিলেন আরও এক বড়সড় ইঙ্গিত।

Sudip Paul | Published : Sep 2, 2020 11:21 AM IST / Updated: Sep 02 2020, 05:59 PM IST
18
ফের সিএসকে শিবিরে ফিরতে পারেন রায়না, জানালেন দেশে ফেরার আসল কারণ

মহেন্দ্র সিং ধোনি অথবা চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর ঝামেলার গুজব উড়িয়ে দেন সুরেশ রায়না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সেএসকের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই।  সিএসকে আমার কাছে পরিবারের মতই।
 

28

রায়না বলেন,মাহি ভাই আমার বড় দাদার মতো। এগুলো সবই রং চড়ানো গল্প। ধোনির সঙ্গে আমার তেমন কোনও ঝামেলাই হয়নি। তাই এই বিষয় নিয়ে বেশি মাথা ঘামাতেও রাজি নন রায়না।

38

তবে কি কারণে দল ছেড়েছিলেন, সেই বিষয়ে বলতে গিয়ে রায়না জানান,দলের একাধিক খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফের করোনা আক্রান্ত হওয়াতেই ভয় পেয়েছিলেন।  তাই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছি।
 

48

রায়না বলেন,যখন জৈব বলয় সুরক্ষিত নয়, তখন কেন ঝুঁকি নেব?‌ আমার দু’‌টো ছোট সন্তান রয়েছে, বয়স্ক মা–বাবা রয়েছে। পরিবারের কাছে ফিরে আসাটাই তাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আমার কাছে খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। চেন্নাই সুপার কিংসও  আমার কাছে পরিবারের মতো। কিন্তু দুবাইয়ে করোনা পরিস্থিতি মোটেই ভাল নয়, আর তাই সন্তানদের মুখ মনে পড়তেই ফিরে আসার সিদ্ধান্ত নিই।
 

58

পাঠানকোটে তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক ঘটনা প্রসঙ্গে বলেন, ‘পাঠানকোটের ঘটনা অত্যন্ত ভয়ানক। ঘটনার পর থেকে পরিবারের কেউই ভালো নেই। ফিরে এসে ওদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। যদিও কোয়ারান্টাইনে থাকায় আমি এখনও পিসির কাছে গিয়ে দাঁড়াতে পারিনি।’
 

68

তবে দুবাইয়ের ও সিএসকের করোনা পরিস্থিতির উন্নতি হলে ফের দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও একেবারে উড়িয়ে দেননি সুরেশ রায়না। তিনি জানান,'আমি চিরকাল চেন্নাইয়ের খেলোয়াড়। দুবাইয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটলে আমি ফিরতেও পারি। চেন্নাইয়ের জন্য আমার দরজা সবসময় খোলা।'
 

78

দলের সঙ্গে যে তার কোনও সমস্যা নেই সেই কথাও জানিয়েছেন রায়না। তাই রায়না জানিয়েছেন,কেউই সাড়ে বারো কোটি টাকার চুক্তি ছেড়ে চলে আসে না। হতে পারে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তবে আমার বয়স কম। এখনও ৪-৫ বছর চেন্নাইয়ের হয়ে মাঠে নামার ইচ্ছা রয়েছে আমার।’

88

ফলে রায়নার বক্তব্য থেকেই পরিষ্কার যে দলের সঙ্গে ফের যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে সুরেশ রায়নার। তবে সিএসকের করোনা পরিস্থিতি দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন এই তারকা বাঁ হাতি ব্যাটসম্যান।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos