ক্রিকেট ছিল সুশান্তের রক্তে,হয়ে উঠেছিলেন ক্রিকেটারদের কাছের মানুষ

শুধু মাত্র ক্রিকেটার বা ক্রিকেট কোচের ভূমিকায় অভিনয় নয়। ক্রিকেট ছিল সুশান্ত সিং রাজপুতের রক্তে। বিভিন্ন সময় যখনই সুযোগ পেয়েছেন  ক্রিকেটের টানে ছুটে গিয়েছেন ২২ গজে। সময় কাটিয়েছেন বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে। ধোনির বায়োপিকে অভিনয় তাকে করে তুলেছিল অঘোষিত ভারতীয় ক্রিকেট দলের সদস্য।

Sudip Paul | Published : Jun 16, 2020 4:40 AM IST
17
ক্রিকেট ছিল সুশান্তের রক্তে,হয়ে উঠেছিলেন ক্রিকেটারদের কাছের মানুষ

এমএস ধোনি, দি আনটোল্ড স্টোরির সময় ধোনির সঙ্গে বছর খানের সময় কাটিয়েছিলেন সুশান্ত। হয়ে উঠেছিলেন ধোনির ছায়া সঙ্গী। ধোনির পরিবারের সঙ্গেও ছিলেন সুশান্ত। ধোনিকে অনুকরন করার জন্য জানা গিয়েছে প্রশ্ন করে করে মাহিকে বিরক্তও করে তুলতেন সুশান্ত। তেমনই ধোনির পরিবারের সঙ্গে কাটানো একটি মুহূর্ত যেখানে জিভাকে আদর করছেন সুশান্ত।

27

ধোনির বাইক প্রেমের কথা আমাদের সকলেরই জানা। ধোনির সঙ্গে সময় কাটানোর সময় বাইক রাইডও করেছিলেন সুশান্ত। তাও আবার ধোনির প্রিয় বাইকে। সিনেমাতেও ধোনির মতই বাইক চালাতে দেখা গিয়েছিল সুশান্তকে।
 

37

সুশান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকরও। মাস্টার ব্লাস্টারের সঙ্গে একটি টিভি শোতে দেখাও হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। সেখানে একসঙ্গে বেশ কিছুটা সময় কাটান। একসঙ্গে ক্রিকেটও খেলতে দেখা যায় তাদের।

47

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করা ছিল সুশান্ত সিং রাজপুতের জীবনের অন্যতম স্বপ্ন। তার রোল মডেল ছিলেন সৌরভ। কলকাতায় একবার সৌরভের সঙ্গে দেখাও করেছিলেন সুশান্ত। প্রিয় তারকাকে হাতের নাগালে পেয়ে আবেগ সামলে রাখতে পারেননি সুশান্ত। সেই সময় সৌরভের সঙ্গে এক প্রস্তর তার বায়োপিক নিয়ে কথাও হয়েছিল সুশান্তের।
 

57

জন্মদিনের পার্টিতে সুশান্তের সঙ্গে দেখা হয়েছিল ইরফান পাঠানের। সেই সময় একসঙ্গে আড্ডা দেন তারা। পরে নিজে থেকেই ইরফানের সঙ্গে ছবি তোলেন সুশান্ত। সুশান্তের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়েছিলেন ইরফান পাঠানও।
 

67

ধোনির বায়োপিক শুটিংয়ের সময় ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারকা যোগিন্দর শর্মার সঙ্গে দেখা হয়েছিল সুশান্তের। দুজন একসঙ্গে শুটও করেছিলেন ফাইনালের দৃশ্যে। সেই শুটিংয়ের সময় কাটানো কিছু মুহূর্তে ফটো শুটও করেছিলেন যোগিন্দর ও সুশান্ত।
 

77

শুধু তারকা ক্রিকেটার নয় ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক বেশ ভাল ছিল সুশান্তের। ধোনির বায়োপিক শুটিংয়ের সময় কিরণ মোরের কাছে ক্রিকেট অনুশীলনে যেতেন সুশান্ত। সেই সময় স্টারডাম ভুলে মোরের অ্যাকাডেমির ক্রিকেটারের সঙ্গেও ছবি তুলেছিলেন সুশান্ত। হয়ে উঠেছিলেন তাদেরই একজন। কারণ ক্রিকেট যে বরাবরই তার রক্তে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos