এমএস ধোনি, দি আনটোল্ড স্টোরির সময় ধোনির সঙ্গে বছর খানের সময় কাটিয়েছিলেন সুশান্ত। হয়ে উঠেছিলেন ধোনির ছায়া সঙ্গী। ধোনির পরিবারের সঙ্গেও ছিলেন সুশান্ত। ধোনিকে অনুকরন করার জন্য জানা গিয়েছে প্রশ্ন করে করে মাহিকে বিরক্তও করে তুলতেন সুশান্ত। তেমনই ধোনির পরিবারের সঙ্গে কাটানো একটি মুহূর্ত যেখানে জিভাকে আদর করছেন সুশান্ত।