তবে ভারতীয় ক্রিকেটাররা কখনই মাঠে নামাজ পড়বেন না। কাইফ জানিয়েছেন, ভারত মিশ্র সংস্কৃতি, মিশ্র ধর্মের দেশ। মুসলিম, হিন্দু, শিখ - বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে থাকেন। কাজেই ভারতীয়রা সবসময় মাথায় রাখেন, যাতে একজনের ধর্ম পালন, অন্যজনের সমস্যার কারণ না হয়। ভারতীয় ড্রেসিংরুমে সিনিয়র ক্রিকেটাররাও মাঠে ধর্মপালনের বিষয়ে সতর্ক করতেন। তাই ভারতীয়রা মাঠে নামাজ পড়া বা পূজাপাঠ কিছুই করেন না।