T20 WC 2021- Ravi Shastri-এর কোচিংয়ে কী পেল ভারতীয় ক্রিকেট, এক ঝলকে দেখুন 'শাস্ত্রী যুগ'

অবশেষে ভারতীয় ক্রিকেটে (Indian Cricket)শেষ হল রবি শাস্ত্রীর (Ravi Shahstri) কোচিং যুগের অবসান। টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) নামিবিয়া ম্যাচ  জয়ের পপরই কোচ হিসেবে নিজের সময়কাল শেষ করলেন শাস্ত্রী। একইসঙ্গে শেষ হল কোহলি (Kohli)-শাস্ত্রী  জুটিক রসায়নও। বিদায় বেলায় আবেগঘন ছিলেন রবি। দলের ছেলেদের  প্রতি  তার গর্ব ও অহংকারের কথা বার বার বলেছেন। এই দল যে বিশ্ব সেরা তা তিনি এখনও মানেন। তবে কোচ হিসেবে নামিবিয়া ম্যাচের পর নামের পাশে প্রাক্তন শব্দটা জুড়ে গেল শাস্ত্রীর। তবে শাস্ত্রীর কোচিংয়ে একাধিক সাফল্য পেয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket team)। তা  দেখে নিন একঝলকে।

Sudip Paul | Published : Nov 9, 2021 10:27 AM IST
110
T20 WC 2021- Ravi Shastri-এর কোচিংয়ে কী পেল ভারতীয় ক্রিকেট, এক  ঝলকে দেখুন 'শাস্ত্রী যুগ'

রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারত ৪৩টি টেস্ট খেলেছে। যার মধ্যে  ২৫টিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ১৩টি ম্যাচ হেরেছে। ৫টি ড্র হয়েছে। কোচ শাস্ত্রীর অধীনে ৭৬টি ম্যাচ একদিনের ম্যাচ খেলে ৫১টি জিতেছে ভারত। ২২টি ম্যাচ হেরেছে।

210

টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে আবার তাঁর কোচিংয়ে ৬৫টি ম্যাচ খেলে ৪৩টি ম্যাচ জিতেছে ভারত। ১৮টি ম্যাচ হেরেছেন কোহলিরা। সব মিলিয়ে তাঁর সময় কালে মোট ১৮৪টি ম্যাচের মধ্যে ভারত ১১৯টি ম্যাচই জিতেছে ভারত। ৫৩টি ম্যাচ হেরেছে। ৫টি ম্যাচ ড্র হয়েছে।

310

সামগ্রিক পরিসংখ্যান ছাড়া  রবি শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় দলের অন্যতং বড় সাফল্য হল পরপর দুবার অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জয়। ২০১৮-২০১৯ মরশুম এবং ২০২০-২০২১ মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজে জিতেছিল টিম ইন্ডিয়া।

410

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে দুরন্ত পারফরমেন্স করেছিল রবি শাস্ত্রীর কোচিংয়ে টিম ইন্ডিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল ভারত। কিন্তু শেষ রক্ষা হয়নি। সাউদাম্পটনে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তারা।
 

510

রবি শাস্ত্রী কোচিংয়ে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে নজরকাড়া সাফল্য পাওয়ার পাশাপাশি, দেশের মাটিতে টেস্টে অপরাজিত তকমা ধরে রেখেছে ভারত। এই সময় কালে কোনও দল ভারতে এসে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি।,

610

রবি শাস্ত্রীর সময়কালে ৪২ মাস ধরে টেস্ট ব়্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছিল ভারতীয় ক্রিকেট টিম। ২০১৬ থেকে ২০২০ প্রায় ৪ বছরের বেশি সময় ধরে এক নম্বর টেস্ট দল ছিল তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির দল।

710

আন্তর্জাতিক ওডিআই-তেও এসেছে নজর কাড়া সাফল্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয়, শ্রীলঙ্কাকে ৫-০-তে হোয়াইট ওয়াশ করা থেকে শুরু করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-১-এ সিরিজ জয়, সব সাফল্যই এসেছে রবি শাস্ত্রীর সময়কালে। 
 

810

ভারতীয় ক্রিকেট দল  দক্ষিণ আফ্রিকায় গিয়ে  একদিনের সিরিজ জয়ের রেকর্ড ছিল না।  তবে রবি শাস্ত্রীর সময়কালেই ২০১৮  সালে দক্ষিণ আফ্রিকাতে গিয়ে প্রথম বার প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে জয় পায় ভারতীয় ক্রিকেট টিম। সিরিজের ফল ছিল ৫-১।

910

রবি শাস্ত্রীর আমলে টি-টোয়েন্টি ক্রিকেটেও ভারতের সাফল্য নজর কাড়া। অস্ট্রেলিয়ায় গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল মেন ইন ব্লুরা। একই সঙ্গে নিউজিল্যান্ডেও এই ফর্ম্যাটে সিরিজ জয় পায় তারা। 
 

1010

এ ছাড়াও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে উঠেছিল ভারত। ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও হেরে যান বিরাট কোহলিরা। শাস্ত্রীর কোচিং কেরিয়ারে সবচেয়ে বড় আক্ষেপ, আইসিসি-র কোনও টুর্নামেন্ট জিততে না পারা। তবে তা ছাড়া ভারতের অন্যতম  সেরা কোচ রবি শাস্ত্রী সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos