ওই অ্যাশেজ সিরিজে (Ashes 2019) তিনি দুটি শতরানের ইনিংস খেলেছিলেন। তার পরের এক বছরের মধ্যে ফিরেছিলেন যথাক্রমে ওয়ানডে এবং টি২০ দলে। আর বৃহস্পতিবার রাতে, দলকে সেমিফাইনালে তুলে তিনিই এখন 'টক অব দ্য টাউন'। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে ওয়েড জানিয়েছেন, জুলিয়া তাঁকে সেদিন যেতে না বললে, তাঁর হয়তো অস্ট্রেলিয়ার হয়ে আর কোনো ম্যাচই খেলা হত না।