বেকি বস্টন আসলে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের বাসিন্দা। কিন্তু তিনি দীর্ঘবছর ধরে অস্ট্রেলিয়ায় থাকার ফলে তিনি মনে প্রাণে অস্ট্রেলিয়ান হয়ে গিয়োছে।প্যাট কামিন্সের খেলা থাকলে কোনওভাবেই তা মিস করেন না বেকি বস্টন। এমনকি ইংল্যান্ডের সঙ্গে খেলা হলেও তিনি প্যাট কামিন্স ও অস্ট্রেলিয়ার সমর্থন করেন।