T20 WC 2021 - রূপ থেকে যৌন আবেদন, চিনে নিন নিউজিল্যান্ড ক্রিকেটারদের হটেস্ট ওয়্যাগদের

অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং মনোমুগ্ধকর পর্যটনস্থলের জন্য বিখ্যাত নিউজিল্যান্ড (New Zealand)। তাঁদের ক্রিকেটারদের নম্র-ভদ্র স্বভাব, সুবিদিত। ব্যক্তিগত জীবনেও তাঁরা লো প্রোফাইলেই থাকেন। তাই অনেকেই জানেন না, তাঁদের স্ত্রী-প্রেমিকারা একেকজন কিন্তু, রূপ থেকে যৌন আবেদনে - মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।  রবিবার, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সুপার ১২ পর্বের ম্যাচে, নিউজিল্যান্ডেরই মুখোমুখি হচ্ছে ভারত (India Vs New Zealand)। তার আগে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের, এই হটেস্ট 'ওয়্য়াগ'দের  চিনে নেওয়া যাক - 

Asianet News Bangla | Published : Oct 31, 2021 1:23 PM
18
T20 WC 2021 - রূপ থেকে যৌন আবেদন, চিনে নিন নিউজিল্যান্ড ক্রিকেটারদের হটেস্ট ওয়্যাগদের

ভারতের বিরুদ্ধে খেলার জন্য সুস্থ হযে গিয়েছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। তাঁর স্ত্রী লরা ম্যাকগোল্ডরিক, পারিবারিক জীবনের পাশাপাশি পেশাদার জীবনেও অত্যন্ত সফল। তিনি একজন সাংবাদিক, রিপোর্টার, ব্রডকাস্টার এবং রেডিও জকি হিসাবে কাজ করে চলেছেন। লরার শান্ত প্রকৃতি সঙ্গে কার্ভি ফিগার নিশ্চিতভাবে যে কোনও পুরুষের মাথা ঘুরিয়ে দিতে পারে। 
 

28

সারা রহিম একজন ইংরেজ নার্স, ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের স্নাতক। চিকিত্সার জন্য কেন উইলিয়ামসন একবার হাসপাতালে গিয়েছিলেন, আর সেখানেই তাদের প্রথম দেখা হয়েছিল। আর প্রথম দেখাতেই জ্বলে উঠেছিল প্রেমের আগুন এবং তারা ডেট করা শুরু করেছিলেন। ২০১৫ সাল থেকে তাঁরা একসঙ্গে রয়েছেন। তবে, কেন উইলিয়ামসন, কখনই সারা রহিমের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন না। 
 

38

কিউই অলরাউন্ডার জিমি নিশামের বান্ধবী অ্যালেক্স ম্যাকলিওড নিজেও একজন ক্রীড়াবিদ। তিনি একজন নেট বল খেলোয়াড় এবং তার পাশাপাশি নার্সের কাজ করেন। এক সাক্ষাত্কারে তিনি জানিয়েছিলেন, মানুষকে সাহায্য করতে তিনি ভালবাসেন। আর তার থেকেই নার্সের কাজ করেন। তবে, খেলার জন্য তিনি নার্সিং-এর জন্য খুব বেশি সময় দিতে পারেন না। ১০ বছর বয়স থেকেই তিনি নেটবলের সঙ্গে যুক্ত। 
 

48

কিউই অফস্পিনার মিচেল সাটনারের বান্ধবী হলেন ক্যাটলিন ডোডুনস্কি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত বিভিন্ন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে স্যান্টনারের সঙ্গে দেখা গিয়েছে। নিউজিল্যান্ডের অন্যান্য ক্রিকেটারদের স্ত্রী বা প্রেমিকাদের মতোই তিনিও খুব লো প্রোফাইলে থাকেন। তবে, স্যান্টনার বিভিন্ন সময়ে তাঁদের যুগল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
 

58

নিউজিল্যান্ডের দীর্ঘদিনের জোরে বোলার টিম সাউদির স্ত্রী ব্রায়া ফাহি, একজন পেশাদার মেক-আপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্ট। নিউজিল্যান্ডের ওয়াইওটিরা'তে 'দ্য স্যাম্পল রুম' নামের এক বিউটি সালোঁর সঙ্গে যুক্ত তিনি। ২০১১ সালে এক ক্রিকেট ম্যাচ চলাকালীনই টিম সাউদির প্রেমে পড়েছিলেন তিনি। নীল চোখ এবং আকর্ষণীয় হাসির জোরে ফাহি নিউজিল্যান্ড ক্রিকেটারদের ওয়্যাগদের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। 
 

68

২০১৬ সালে বাগদান করেছিলেন ট্রেন্ট এবং গার্টি। পরের বছরের অগাস্টেই অকল্যান্ড শহরে এক একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে দুজনে গাঁটছড়া বাঁধেন। বর্তমানে এই দম্পতি মাউন্ট মাউঙ্গানুই'তে থাকেন। ২০১৮ সালে তাঁদের এক পুত্রসন্তান জন্ম নিয়েছিল। লুই নামে তাদের একটি গোল্ডেন রিট্রিভার কুকুরও রয়েছে। গার্টি পেশায় শিক্ষক। সোশ্য়াল মিডিয়ায় তাঁর উপস্থিতি নেই বললেই চলে। তবে তাঁর গর্বিত স্বামী প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি শেয়ার করে থাকেন।
 

78

চলতি বিশ্বকাপ থেকে চোটের জন্য ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ড ততা কেকেআর দলের জোরে বোলার লকি ফার্গুসন। তবে তাঁর প্রেমিকার কথা এখানে না বললে অন্যায় হবে। তাঁর প্রেমিকা ক্যাট হাউক এখনও পড়াশোনা করছেন। ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ায় স্নাতকোত্তর স্তরের পড়াশোনার জন্য তিনি আমেরিকাতেই থাকেন। বেশ কয়েকটি প্রতিবেজন অনুযায়ী ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে ক্যাট যখন নিউজিল্যান্ডে এসেছিলেন, তখনই তাঁর সঙ্গে লকির প্রথম আলাপ হয়েছিল। ২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে তাঁরা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন।
 

88

চলতি বিশ্বকাপে নিশ্চয়ই জোরে বোলার মিচেল ম্যাকক্লেনেঘানকে মিস করছে নিউজিল্যান্ড। তিনি একজন টি২০ বিশেষজ্ঞ ক্রিকেটার। তবে ফ্রিল্যান্সার হিসেবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন বলে তিনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তি প্রত্যাখ্যান করেছেন। কিউই দল তাঁকে মিস করুক না করুক, ফ্যানরা নিশ্চিতভাবে মিস করছে তাঁর স্ত্রী জর্জিয়াকে। কারণ ফ্যানদের বিচারে তিনিই নিউজিল্যান্ড ক্রিকেটার দের বউ-প্রেমিকাদের মধ্যে সবথেকে হট। 
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos