টি২০ বিশ্বকাপে ভারতের সাফল্যের চাবিকাঠি বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) হাতে, এমনটা মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বর্তমানে দারুণ ফর্মে আছেন কেকেআর-এর (Kolkata Knight Riders) রহস্য স্পিনার। আইপিএল ২০২১-এ ১৭ ম্যাচে তিনি ১৮ উইকেট নিয়েছেন। তাঁকে খেলতে গিয়ে সমস্যায় পড়েননি এমন একজনও ব্যাটার নেই। আর সবথেকে বড় কথা, পাকিস্তান, এর আগে কোনওদিন তাঁকে খেলেইনি। কাজেই, এদিনের ম্যাচে তাঁর রহস্যের গোলকধাঁধায় হারিয়ে যেতে পারে পাক ব্যাটিং।