ক্রিকেট হোক আর ফুটবল, খেলার মাঠ এমন একটা জায়গা যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ সকলেই এক হয়ে অংশ নেন। কোনও ভেদাভেদ দেখা যায়নি। ক্রিকেট ফ্যানেরা খেলার বাইরেও বরাবর নানা তথ্য জানার বিষয়ে কৌতুহলী হয়ে থাকে। আজ আপনাদের জানাবো এমন কয়েক জন ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricketers) বিষয়ে যারা হিন্দু হয়েও বিয়ে করেছেন মুসলিম মহিলাদের (Hindu Indian Cricketers Marry Muslim women)। চলুন জানা যাক তাদের কাহিনি