হট বিকিনি লুক থেকে নির্মল সৌন্দর্য, কেকেআরের ১০ ক্রিকেটারের বউ ও বান্ধবীরা ঘুম উড়িয়ে দেবে

Published : Apr 01, 2022, 06:16 PM IST

আইপিএল মানে শুধু ক্রিকেট নয়। ক্রিকেটের সঙ্গে রয়েছে বিনোদনের ককটেলও। প্রিয় তারকাদের খেলার দুনিয়ার পাশাপাসি ব্যক্তিগত জগৎ নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের মধ্যে। আইপিএল ২০২২ (IPL 2022) -এ অন্যতম শক্তিশালী দল হল কলকাতা নাইট রাইডার্স।  ফ্যানেদের কেকেআর (KKR) তারকাদের পাশাপাশি তাদের স্ত্রী ও প্রেমিকাদের নিয়েও জানার কৌতুহল রয়েছে। আজ আপনাদের জানাবো কেকেআরে ১০ তারকা ক্রিকেটার ও তাদের সুন্দরী বউ ও বান্ধবীদের (Hot Wives and Girlfriends) সম্পর্কে। 

PREV
110
হট বিকিনি লুক থেকে নির্মল সৌন্দর্য, কেকেআরের ১০ ক্রিকেটারের বউ ও বান্ধবীরা ঘুম উড়িয়ে দেবে

কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার নীতীশ রানা তার বান্ধবী সাচি মারওয়াহাকে বিয়ে করেছেন। সাচি পেশায় একজন ইন্টেরিয়ার ডিজাইনার। তিনি নিজেই একটি ডিজাইনার স্টুডিও চালান। নীতিশ রানাকে দেখে বোঝাই যায় তিনি একটু শান্ত প্রকৃতির। তবে সাচি সম্পূর্ উল্টো প্রকৃতির। তবে দুজনেই বিন্দাস লাইফ কাটান।সাচি নিজেই বলেছেন তিনি পার্টি করতে ও লোকেদের সঙ্গে বন্ধুত্ব করতে খুব পছন্দ করেন। রানাকে লাজুক বলেও আখ্যা দিয়েছেন সাচি। সাচিকে বেশিরভাগ আইপিএল ম্যাচ চলাকালীন নীতীশ এবং তাঁর দলকে চিয়ার করতে দেখা গেছে। কেকেআরের জার্সি গায়েও সাচিকে মাঠে দেখা গিয়েছে। ক্রিকেট পছন্দও করেন সাচি।
 

210

অজিঙ্কে রাহানে বিয়ে করেন তার ছোটো বেলার বন্ধু রাধিকা দোপাভকারকে। ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা। কিন্তু রাহানে ও রাধিকার প্রেম ও বিয়ের গল্প খুবই আকর্ষণীয়। রাধিকা ও রাহানে প্রতিবেশী হওয়ার কারণে ছোট বেলা থেকেই খুব ভালো বন্ধু ছিলেন। পরে তাদের মধ্যে প্রেম হয়। একদিন কলেজ পালিয়ে সিনেমা দেখে ফেরার সময় রাধিকার মা তাদের রাস্তায় হাতে-নাত ধরে ফেলেন। তারপর দুই পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হয়। পরিবারের বড়োরা দুজনের বিয়ে ঠিক করে। ২০১৯ সালে রাহানে ও রাধিকার পরিবারের আসে একটি ফুটফুটে  কন্যা সন্তান। তাকেই নিয়েই রাহানের এখন সুখী পরিবার। 
 

310

আন্দ্রে রাসেলের স্ত্রী স্ত্রী জাসিম লোরা একজন পেশাদার মডেল। ক্রিকেট বিশ্বে আন্দ্রে রাসেল যতটাই বন্দিত, ততটাই মডেলিং বিশ্বে লোরা। রাসেল যখন নিজেকে ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তেমনই জাসিম লোরাও ধারাবাহিকভাবে মডেলিং জগতে কাজ করে চলেছেন। জেসিম লোরার রূপ, সৌন্দর্য, হটনেস ঘায়েল করে সকলকেই। জেসিম লোরার সঙ্গে প্রেম করে বিয়ে হয় ক্যারেবিয়ান তারকা আন্দ্রে রাসেলের। কাপল হিসেবেও দুজন খুবই রোমান্টিক। তা তাদের একাধিক ছবি থেকেই বোঝা যায়। তাদেরও একটি কন্য়া সন্তান রয়েছে।

410

কেকেআর দলের তারকা পেসার উমেশ যাদব একজন ফ্যাশন ডিজাইনার তানিয়া ওয়াধওয়াকে বিয়ে করেছেন।  ২০১০ সালে আইপিএল ম্যাচের পরে  একচি পার্টিতে প্রথম দেখা হয়েছিল উমেশ এবং তানিয়ার।  বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে এই দম্পতি তিন বছর ধরে ডেটিং করেছে। ২০১৩ সালের ২৯মে তারা নাগপুরের হোটেল সেন্টার পয়েন্টে বিয়ে করেন। ২০২১ সালে বিয়ের 8 বছর পর তাদের পরিবারে আসে এক সুন্দর কন্যা সন্তান ।
 

510

আইপিএল ২০২২-এ কেকেআর দলে যোগ দিয়েছেন শেলডন জ্যাকসন। তিনি বিয়ে করেছেন তার ছোট বেলার বন্ধু ভারাদাকে। শেলডন ও ভারাদা ছোট বেলা থেকেই একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন। পরে তাদের মধ্যে প্রেম হয়। একসঙ্গে ডেটিং করতেও দেখা যায় তাদের। অবশেষে ২০১৬ সালের ২৭ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বর্তমানে তাদের এক পুত্র সন্তানও রয়েছে। সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।

610

আইপিএল ২০২২-এ কেকেআর দলে যোগ দিয়েছেন শেলডন জ্যাকসন। তিনি বিয়ে করেছেন তার ছোট বেলার বন্ধু ভারাদাকে। শেলডন ও ভারাদা ছোট বেলা থেকেই একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন। পরে তাদের মধ্যে প্রেম হয়। একসঙ্গে ডেটিং করতেও দেখা যায় তাদের। অবশেষে ২০১৬ সালের ২৭ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বর্তমানে তাদের এক পুত্র সন্তানও রয়েছে। সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।

710

কেকেআরের অজি তারকা পেসার প্যাট কামিন্স দীর্ঘ বছর ধরে ডেট করছেন বেকি বস্টনের সাথে। প্য়াট কামিন্সের বান্ধবী একজন ইন্টেরিয়ার ডিজাইনার।  যার একটি ইন্টারিয়ার কোম্পানি রয়েছে। প্রফেশনাল ক্ষেত্রে বেকি বস্টনও খুবই সাফল্য পেয়েছেন।  তার নিজের একটি ফার্ম হাউসও রয়েছে। জানা গিয়ে ২০১৪ সাল থেকে একে অপররের সঙ্গে ডেটিং করছেন বেকি বস্টন ও প্য়াট কামিন্স। ২০২১ সালে তাদের একটি সন্তানও হয়েছে।

810

কেকেআর দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি। তিনি বিয়ে করেছে ব্রায়া ফাহিকে। যিনি পেশায় একজন কসমেটিক্স আর্টিস্ট। ২০১১ সালে টিম সাউদি ও ব্রায়া ফাহির প্রথম দেখা হয়। কয়েক দিনের মধ্যেই তারা প্রেমে পড়েন। এরপর গোপনে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালে সাউদি ও ব্রায়ার জীবনে প্রথম সন্তান আসে, ২০১৯ সালে দ্বিতীয় সন্তানের বাবা-মা হন তারা।
 

910

ওয়েস্ট ইন্ডিজের মিস্ট্রি স্পিনার সুনীল নারিন দীর্ঘ বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার। সুনীল নারিন অ্যাঞ্জেলিয়াকে বিয়ে করেছেন। গত ৬ জানুয়ারি তারা বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। অ্যাঞ্জেলিয়া হলেন ক্যারেবিয়ান তারকা নারিনের দ্বিতীয় স্ত্রী। নারিন এর আগে ভারতীয় মহিলা নন্দিতা কুমারকে বিয়ে করেছিলেন। ২০১৩ সালে বিয়ে করার  কয়েক বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
 

1010

নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী বিয়ে করেছেন তার দীর্ঘ দিনের বান্ধবী নেহা খড়কে। আইপিএল ২০২০ অনামী বরুণ চক্রবর্তীকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে। সুযোগ পেয়েছেন জাতীয় দলেও। সাফল্য আসার পরই নিজের দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন বরুণ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন।  বর্তমানে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন তারা।

Read more Photos on
click me!

Recommended Stories