আন্দ্রে রাসেলের স্ত্রী স্ত্রী জাসিম লোরা একজন পেশাদার মডেল। ক্রিকেট বিশ্বে আন্দ্রে রাসেল যতটাই বন্দিত, ততটাই মডেলিং বিশ্বে লোরা। রাসেল যখন নিজেকে ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তেমনই জাসিম লোরাও ধারাবাহিকভাবে মডেলিং জগতে কাজ করে চলেছেন। জেসিম লোরার রূপ, সৌন্দর্য, হটনেস ঘায়েল করে সকলকেই। জেসিম লোরার সঙ্গে প্রেম করে বিয়ে হয় ক্যারেবিয়ান তারকা আন্দ্রে রাসেলের। কাপল হিসেবেও দুজন খুবই রোমান্টিক। তা তাদের একাধিক ছবি থেকেই বোঝা যায়। তাদেরও একটি কন্য়া সন্তান রয়েছে।