ডেন ভ্যান নাইকারক-
দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটে খেলার পাশাপাশি দলের নেতৃত্ব দেন এই সুন্দরী তরুণী । তিনি একজন জেনুইন অলরাউন্ডার , ডান দাতে ব্যাটিং এর পাশাপাশি তিনি লেগ স্পিন করে থাকেন । ডেন ভ্যান নাইকারক এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১ টি টেস্ট ৯৯ টি ওডিআই এবং ৭৬ টি টি ২০ খেলে রান করেছেন ৩৭৬৯ ।