বুমরার ইয়র্কার না বোল্টের পেস-সুইং, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এগিয়ে কোন তারকা পেসার

শুক্রবার থেকে শুরু হতে ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মহারণের জন্য প্রস্তুত দুই দলের তারকা ক্রিকেটাররা। ভারত ও নিউজিল্যান্ড দলে রয়েছে একাধিক ম্যাচ উইনার। ফাইনালে যাদের উপর অনেকটাই নির্ভর করবে দল। তেমনই দুই তারকা হলেন ট্রেন্ট বোল্ট ও জসসপ্রীত বুমরা। এই দুই পেসারের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।
 

Sudip Paul | Published : Jun 17, 2021 10:10 AM / Updated: Jun 17 2021, 10:12 AM IST
111
বুমরার ইয়র্কার না বোল্টের পেস-সুইং, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এগিয়ে কোন তারকা পেসার
ভারতীয় দলের পেস অ্যাটাকের অন্যতম সেরা ভরসা জসপ্রীত বুমরা। বিয়ের এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। প্রথম ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তাই নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
211
ইংল্যান্ডের এজিয়াস রোজ বোল স্টেডিয়ামে বরাবরই পেস সহায়ক উইকেট হয়। সেখানে যদি বুমরা ছন্দে থাকে তাহলে কিউই দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন। বুমরার পেস, সুইং ও নিখুত ইয়র্কার দেওয়ার ক্ষমতা বিরাটের কাছে বড় অস্ত্র।
311
টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিজের জাত চিনিয়েছেন বুমরা। এখনও পর্যন্ত ১৯টি টেস্ট ম্যাচ খেলেছেন 'বুম-বুম'। যার মধ্যে ৮৩টি উইকেটেপ শিকার করেছেন ভারতীয় পেসার।
411
টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত মোট ৫ বার পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা। টেস্ট ক্রিকেটে তার সেরা বোলিং ৮৯ রান দিয়ে ৯ উইকেট। দলকে প্রয়োজনের সময় উইকেট এনে দিতে সিদ্ধহস্তক বুমরা।
511

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জসপ্রীত বুমরার বোলিংয়ের উপর অনেকটাই নির্ভর করবে ভারতীয় দলের ভাগ্য। নিজের সেরাটা দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বুম বুম। 

611
অপরদিকে, নিউজিল্যান্ড দলের পেস অ্যাটাকের অন্যতম সেরা ভরসা ট্রেন্ট বোল্ট। একইসঙ্গে টিম সাউদির পর বড় ম্যাচের অভিজ্ঞতার নিরিখেও কেন উইলিয়ামসনেরর সেরা অস্ত্র বোল্ট।
711

সাউদ্যাম্পটনের পেস সহায়ক উইকেটে ট্রেন্ট বোল্টের পেস ও সুইং চিন্তায় রাখতে ভারতীয় দলকে। আর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী যদি বৃষ্টি বিঘ্নিত বা মেঘলা ওয়েদারে খেলা হয়, তাহলে আরও বেশি বিপদজনক হয়ে উঠতে পারেন বোল্ট।

811
পেস সহায়ক উইকেটে টেস্টে ক্রিকেটে বরাবরই বিধ্বংসী মেজাজে বল করেন ট্রেন্ট বোল্ট। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৭২টি টেস্ট ম্যাচ খেলেছেন বোল্ট। উইকেট নিয়েছেন মোট ২৮৭টি।
911
এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে মোট ৮ বার ৫ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। এছাড়া টেস্ট ম্য়াচে ১০ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন কিউই পেসার। বেস্ট বোলিং ৮০ রান দিয়ে ১০ উইকেট।
1011

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে নিজের যাবতীয় অস্ত্রে শান দিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। ওডিআই বিশ্বকাপে না পারলেও, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ ফাইনালে দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া বোল্ট।

1111

মেগা ফাইনালে ক্রিকেট বিশেষজ্ঞরা বুমরা বনাম বোল্টের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে। দুই মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থের লড়াইয়ে কে বাজিমাত করে তার জবাব মিলবে ১৮ জুন থেকে সাউদ্যাম্পটনে। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos