আইপিএল ২০২২ জন্ম দিল ৮ ভবিষ্যতের তারকাদের, চিনে নিন তারা কারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণ খেলোয়াড়রা তাদের দক্ষতা দেখানোর সুযোগ পায়। এমনকি আইপিএলের ২০২২ (IPL 2022) মরসুমে এমন অনেক আনক্যাপড ভারতীয় ক্রিকেটার (Uncapped Indian Cricketer)রয়েছেন যারা দুরন্ত পারফর্ম করে সকলের নজর কেড়েছেন এবং তাদের খেলাকে আরও উন্নত করার সুযোগ পেয়েছেন। এই বছর, যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা ব্যর্থ হয়েছেন, সেখানে উমরান মালিক থেকে অর্শদীপ সিংয়ের মতো আনক্যাপড ক্রিকেটাররা ভালো পারফর্ম করেছেন। তো চলুন আজ আপনাদের পরিচয় করিয়ে দিই এমন ৮ জন আনক্যাপড ক্রিকেটার যারা আইপিএল ২০২২ থেকে তারকা হয়ে উঠেছেন। 
 

Sudip Paul | Published : May 30, 2022 3:49 PM
18
আইপিএল ২০২২ জন্ম দিল ৮ ভবিষ্যতের তারকাদের, চিনে নিন তারা কারা

উমরান মালিক-
সানরাইজার্স হায়দরাবাদের কাশ্মীর এক্সপ্রেস উমরান মালিক আইপিএল ২০২২-এ নিজের আগুনে পেস বোলিং দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ২৫ রান দিয়ে ৫ উইকেট সর্বোচ্চ পারফরম্য়ান্স। মরসুমে নিয়েছেন ১৪ ম্যাচে ২২ উইকেট। আইপিএলে ভালো বোলিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলেও নির্বাচিত হয়েছেন তিনি। 

28

মহসিন খান-
লখনউ সুপারজায়ান্টের ফাস্ট বোলার মহসিন খানও অভিষেকের পর থেকে দুর্দান্ত বোলিং করেছেন। এবারের আইপিএলে  ৯ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তিনি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। এবারের আইপিএলে সেরা আনক্য়াপড প্লেয়ারদের মধ্যে অন্যতম তিনি।
 

38

অর্শদীপ সিং-
আইপিএল ২০২২-এ পাঞ্জাব কিংস প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি। বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।  কিন্তু এই মরসুমে পাঞ্জাব কিংসের বোলার আর্শদীপ সিং তার পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। ১৪ ম্যাচে তিনি ১০টি উইকেট নিয়েছেন। তার খেলা দেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  টি-টোয়েন্টি সিরিজের জন্যও তাকে নির্বাচিত করা হয়েছে।

48

রিঙ্কু সিং-
এবার আইপএলে নিজের পারফরম্য়ান্স দিয়ে সকলের নজর কেড়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং। প্রথম দিকে দলে সুযোগ না পেলেও পরে দিকে যেকটি ম্য়াচে সুযোগ পেয়েছেন তার লড়াকু মানসীকতা ও অনবদ্য ব্যাটিং ও ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন সকলেই। 
 

58

তিলক ভার্মা-
আইপিএল ২০২২-এ একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স দল। লিগ তালিকায় সবার শেষে ১০ নম্বরে শেষ করেছে রোহিত শর্মার দল। কিন্তু ব্যাট হাতে  অনবদ্য পারফরম্যান্স করেছেন তিলক ভার্মা। ১৩ ম্যাচে তিনি ৩৯৭ রান করেছেন তিনি। এ সময় তিনি ২টি হাফ সেঞ্চুরিও করেন। তার সর্বোচ্চ স্কোর ৬১
 

68

রজত পাতিদার-
গত বছর থেকে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন রজত পাতিদার। এবার প্রথমে তাকে দলে না নিলেও পরে চোটের কারণে একজন ছিটকে যাওয়ায় সেই জায়গায় নেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে দুরন্ত ব্যাটিং করেন পাতিদার। ভারতের প্রথম আনক্যাপড প্লেয়ার হিসেবে প্লে অফে সেঞ্চুরি করেছেন তিনি। এই মরসুমে তিনি ৮ ম্যাচে ৩৩৩ রান করেছেন।

78

আয়ূশ বাদোনি-
আইপিএল ২০২২-এ লখনউ সুপার জায়ান্টসের আয়ূশ বাদোনির ব্য়াটিংয়ের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম দিকে কয়েকটি ম্য়াচ দুরন্ত ব্যাটিং করেছিলেন বাদোনি। যদিও শেষের দিকে ফর্ম ধরে রাখতে পারেননি। ১৩ ম্য়াচে ১৬১ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়েছেন তিনি। 
 

88

মাহিপাল লোমর-
আইপিএল ২০২১-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় মহিপাল লোমরর মাত্র ১৭ বলে ৪৩ রানের একটি ইনিংস খেলেছিলেন। যার কারণে তাকে এই বছর ৯৫ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল। চলতি মরসুমে ৭ ম্যাচে ৮৬ রান করেছেন তিনি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos