মহম্মদ শামি-
ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি ২০১৪ সালে হাসিন জাহানকে বিয়ে করেছিলেন। হাসান জাহানেরও তার আগে বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামীর মুদির দোকানের ব্যবসা ছিল। হাসিনের আগের পক্ষের একটি কন্যা সন্তানও রয়েছে। সেই স্বামীকে ডিভোর্স দেওয়ার পরই স্বামীকে বিয়ে করেছিলেন হাসিন। কিন্ত বর্তমানে শামি ও হাসিনের মধ্যেও বিবাদ চলছে। তারা আলাদা থাকেন। হাসিন ও শামিরও একটি কন্যা সন্তান রয়েছে।