কিন্তু প্রশ্ন উঠতে পারে এখন কেনও এই ছবিগুলি নিয়ে প্রশ্ন উঠছে। কারণ দলের যেই সদস্যরা করোনা আক্রান্ত হয়েছে তারা একসঙ্গেই আরবের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পাশাপাশি যেই ভারতীয় পেস বোলার করোনা আক্রান্ত হয়েছে বলে শোনা যাচ্ছে তিনি ছিলেন ধোনিদের অনুশীল শিবিরেও। অনেকেই অভিযোগ করছে অনুশীলন শিবিরেও ঠিকঠাক মানা হয়নি স্বাস্থ্যবিধি।ফলে সংক্রমণ কতদূর গিয়েছে কেউ জোর দিয়ে বলতে পারছে না। ফলে এত বড়ো টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এতটা উদাসীন না হওয়াই ভল চিল। কারণ একটি ঘটনা গোটা প্রতিযোগিতাকে সমস্যায় ফেলে দিয়েছে। পাশাপাশি সকলে দ্রুত সুস্থতাও কামনা করেছেন সকলে। একইসঙ্গে খুব দ্রুত সকলেই মাঠে ফিরুক ও সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকবাবে হোক আইপিএল, সেই কামনাই করছেন সকলে।