সন্তান জন্মানোর পর প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে বিরুষ্কা, নেট দুনিয়ায় ভাইরাল ছবি

১১ জানুয়ারি বিরাট কোহলি ও অনুষ্কার শর্মার পরিবারে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। সেই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন কোহলি। তারপর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি তারকা দম্পতিকে। এবার প্রথমবার প্রকাশ্যে আসলেন বিরুস্কা। নেট ভাইরাল তাদের ছবি।
 

Sudip Paul | Published : Jan 21, 2021 9:12 AM IST / Updated: Jan 21 2021, 09:57 PM IST
110
সন্তান জন্মানোর পর প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে বিরুষ্কা, নেট দুনিয়ায় ভাইরাল ছবি

অস্ট্রেলিয়া সফরের মাঝ পথে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন বিরাট কোহলি। তারপর ১১ জানুয়ারি কন্যা সন্তানের বাব-মা হন বিরুস্কা।
 

210

১১ জানুয়ারি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্রথম কন্যা সন্তানের।
 

310

সেই দিনই হাসপাতালে ঢোকার সময় শেষবারের মত প্রকাশ্যে দেখা গিয়েছিল ভারত অধিনায়ক ও ফার্স্ট লেডিকে।
 

410

সন্তান জন্মামোর পর তারপর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি বিরাট-অনুষ্কাকে। 
 

510

করোনা আবহে সন্তানের জন্ম হওয়ায় নিরাপত্তা থেকে সবকিছুতেই কড়াকড়ি ব্যবস্থা করেন বিরুষ্কা।
 

610

বৃহস্পতিবার প্রথমবার প্রকাশ্যে দেখা দিলেন বিরাট ও অনুষ্কা। মুম্বইয়ের বান্দ্রায় এই সেলিব্রিটি দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছে। 

710

কোহালি ছিলেন আপাদমস্তক কালো পোশাকে ঢাকা। চোখে কালো সানগ্লাসের পাশাপাশি মুখে মাস্কও ছিল। ক্যামেরার সামনে আঙুল তুলে পোজ দিতেও দেখা যায় তাঁকে।
 

810

অনুষ্কার পরনে ছিল ডেনিম শার্ট এবং জিন্স। পাশে কালো রংয়ের সাইড ব্যাগ। তাঁরও মুখে মাস্ক ছিল। ক্যামেরার সামনে পোজ দিলেও সুরক্ষা নিয়ে সাবধানী ছিলেন তারকা দম্পতি।

910

সোশ্যাল মিডিয়ায় বিরাট-অনুস্কার ছবি ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। 
 

1010

তবে বিরাট ও অনুষ্কা সামনে এলেও, এখনও তাদের মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি তারা। তবে সঠিক সময়ে ছবি পাওয়ার কথা জানিয়েছেন বিরুষ্কা। সেই অপেক্ষায় ভক্তকুল।

Share this Photo Gallery
click me!

Latest Videos