বিরাট কোহলি (পেনিলোপ ক্রুজ)-
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিয়ে করেছেন বলিউডের সুপারস্টার অভিনেত্রী অনুষ্কা শর্মা। কিন্তু যদি কোহলির হলিউড ক্রাশ সম্পর্কে আলোচনা করা হয়, সেখানেও তার পছন্দ সকলের থেকে আলাদা। তার পছন্দ স্প্যানিশ অভেনেত্রী পেনিলোপ ক্রুজ। একাধিক হলিউড ছবিতে তিনি অভিনয় করেছেন। তার মধ্যে অন্যতম হল 'পাইরেটস অফ দ্য ক্যারেবিয়ান'।