২০২০ সালের মার্চ মাসে ফার্মাসিস্ট ভিনি রমনের সঙ্গে বাগদান সেরে ফেলেছিলেন ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার। সে ছবি নেট মাধ্যমেও দিয়েছিলেন ভিনি। তাতে ম্যাক্সওয়েলের বাগদত্তা মজা করে লিখেছিলেন, ‘‘বিয়ের অনুষ্ঠান কেমন হয়, তার একটা ঝলক দেখিয়েছি ম্যাক্সিকে। বাগ্দান অনুষ্ঠানে শুধু দু’পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েক জন বন্ধু উপস্থিত ছিল। খুব অল্প দিনের সিদ্ধান্তে সব আয়োজন হয়েছে। বিয়ের মূল অনুষ্ঠানের জন্য আর তর সইছে না।’’