আজও কি সিএসকের গ্য়ালারিতে দেখা যাবে এই রহস্যময়ীকে? কে এই যুবতী, মাঠ মাতাচ্ছেন আইপিএল-এ

আইপিএল ২০২২-এর প্রথম ম্যাচটা ভাল যায়নি সিএসকে-র। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর-এর বিরুদ্ধে এক ওভার বাকি থাকতেই পরাজিত হয়েছিল আইপিএল-এর ইতিহাসের সবথেকে সফল দল। তবে, ওইদিন গ্যালারিতে দেখা গিয়েছিল এক রহস্যময়ীকে। ব্যাটিং-এর সময় যখ সিএসকে বেকায়দায় পড়েছে, সেই সময়ই তাঁকে ধরেছিল সম্প্রচারকদের ক্যামেরার ফ্রেম। আজ আবার মাঠে নামছে রবীন্দ্র জাদেজার দল। বিপক্ষে কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস। আজ কি আবার মাঠে দেখা যাবে তাঁকে, কে এই রহস্যময়ী?
 

Web Desk - ANB | Published : Mar 31, 2022 11:21 AM IST
17
আজও কি সিএসকের গ্য়ালারিতে দেখা যাবে এই রহস্যময়ীকে? কে এই যুবতী, মাঠ মাতাচ্ছেন আইপিএল-এ

কেকেআর ম্যাচে পরাজিত হলেও, সিএসকে ভক্তদের জন্য ম্যাচটি ছিল বেশ উপভোগ্য। কারণ, আইপিএল ২০২২-এর প্রথমদিনই দেখা গিয়েছিল ভিন্টেজ ধোনিকে। দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। অনেকদিন পর খেলতে নেমে শুরুতে গিয়ে তিনি কিছুটা নড়বড় করলেও, একবার সেট হয়ে যাওয়ার পর তাঁকে আর থামানো যায়নি।
 

27

ধোনি ছাড়াও, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিএসকে বনাম কেকেআর ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছিল এক সম্পূর্ণ অ-ক্রিকেটিয় ঘটনা। দেখা গিয়েছিল এক রহস্যময়ী যুবতীকে। রবীন্দ্র জাদেজা ও আম্বাতি রায়ডুর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে, রায়ডু রান-আউট হয়ে যাওয়ার পর ওই রহস্যময়ীকে টিভি ক্যামেরায় দেখা গিয়েছিল। 

37

ক্যামেরাম্যান ওই যুবতীকে লেন্সবন্দি করার পর, তাঁর ছবি টুইটার-সহ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলিতে ট্রেন্ড করতে বেশি সময় নেয়নি। নেটিজেনরা ওই রহস্যময়ীকে লেন্স বন্দি করা নিয়ে, ক্যামেরাম্যানকে ট্রোল করা শুরু করেছিলেন।
 

47

কেউ কেউ বলেন, আইপিএল আসতেই ক্যামেরাম্যান তাঁর কাজ শুরু দিয়েছেন। কেউ বলেন, আইপিএল-এর ক্যামেরাম্যানরাই এই যুবতীদের রাতারাতি সোশ্যাল মিডিয়া স্টার বানিয়ে দেন। কেউ বলেন, আইপিএল-এ ফিরল, ক্যামেরাম্যানরাও।
 

57

এই রহস্যময়ীর নাম দেবিকা নায়ার। তিনি একজন পেশাদার ডিজিটাল মার্কেটার। আইপিএল-এর প্রথম ম্যাচের পরই ছবি ভাইরাল হওয়ার বিষয়টি তাঁর চোখেও পড়েছে। তিনি সেই বিষয়ে তাঁর প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। 
 

67

তিনি জানিয়েছেন, আইপিএল-এ তাঁর ছবি ভাইরাল হওয়ায় তিনি খুবই খুশি। বহু মানুষের ভালবাসা পাচ্ছেন। আর এই ঘটনা তাঁর বেশ ভাল লেগেছে।
 

77

তবে, নিজের ছবি ভাইরাল হওয়ায় তাঁর পেশাদারি সত্ত্বাও জেগে উঠেছে। ইনস্টাগ্রামে তিনি বলেছেন, প্রতিবছরই আইপিএল-এ এরকম বহু ফ্যানদের ছবি ভাইরাল হয়। এই ভাইরাল মুহূর্তগুলো সাধারণ মানুষ যেমন পছন্দ করেন, তেমনই ব্র্যান্ডরাও এগুলিকে মার্কেটিং-এর বড় সুযোগ বলে মনে করে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos