মায়ের সঙ্গে পুজোয় মাতল আরাধ্যা, রামকৃষ্ণ মিশনে দুর্গাদর্শনে হাজির ঐশ্বর্য
বিটাউনের সব থেকে বেশি নজর কাড়ে যে পুজো গুলো তাঁর মধ্যে অন্যতম হল রামকৃষ্ণ মিশনের পুজো। এই পুজোয় তাই তারকাদের ঢল থাকে নজর কাড়া। সেখানেই এবার আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। দেখে নিন সেই মুহুর্তের কিছু ছবি।