debojyoti AN | Published : Oct 4, 2019 7:20 AM IST
কলকাতার তথা বাংলা ছাড়িয়ে বেঙ্গালুরু-তেও পুজোর আনন্দ এখন তুঙ্গে।
বেঙ্গালুরু-র অর্কিড অ্যাপার্টমেন্টের বাঙালীরা প্রতি বছরই মাতেন দুর্গা পুজোর আনন্দে। এবছরও তার অন্যথা হচ্ছে না। এবার তাদের পুজো তৃতীয় বর্ষে পর্দাপণ করেছে।
৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর মহাসমারহে পুজো। বাড়ির পুজোর মতই হয়ে থাকে বেঙ্গালুরু-র অর্কিড অ্যাপার্টমেন্টে পুজোটি।
সমস্ত রীতিনীতি মেনেই পুজো হয় সেখানে। প্রতি বছরই এই কটাদিন সেখানে থাকা সমস্ত বাঙালিরা, ৪ দিন ধরে এই পুজোর সঙ্গে সম্পুর্ণ ভাবে যুক্ত থাকেন।
১০৮ পদ্ম ও প্রদীপ দিয়ে সেজে ওঠে পুজো প্রাঙ্গণ, নিষ্ঠা ও ভক্তি সহযোগে সেখানে সন্ধি পুজোও পালন করা হয়।
এছাড়া বিজয়া দশমীর দিন সিঁদুর খেলায় মেতে ওঠেন তাঁরা।