আশ্বিনের শারদপ্রাতে, বেজে উঠেছে আলোকমঞ্জীর.. মহালয়ার শুভক্ষণে তোমার ও তোমার পরিবারের শুভ কামনা করি। - এবছর তিথি অনুসারে, মহালয়া পড়েছে এবার ২৪ সেপ্টেম্বর শনিবার রাত ২/৫৫/৩৯ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। এই দিন পিতৃপক্ষের শেষ দিন। সোমবার থেকে শুরু হবে মাতৃপক্ষ। এদিন সকলকে পাঠাতে পারেন এমন বার্তা।