কিছুদিন ধরেই চিত্রগ্রাহক তথাগতর দেওয়ালে দেখা যাচ্ছে রাইমাকে। সাহসী ছবিতে রাইমা যেন আরও অনেক বেশি সাহসিনী হয়ে উঠেছেন। রাইমা -তথাগত কেমিস্টি মানেই যেন তৈরি হয়ে যায় এক গল্প।
79
চিত্রগ্রাহকের সঙ্গে নাম জড়ানো, প্রেমের গুঞ্জন নিয়েও যথেষ্ঠ ওয়াকিবহাল অভিনেত্রী। রাইমা প্রথমসারির সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'যা নয় তাই লেখা হচ্ছে সংবাদমাধ্যমে আমাকে নিয়ে'।
89
রাইমা আরও জানিয়েছেন, আমি কোনও চিত্রগ্রাহকের সঙ্গে যেই ছবি তুললাম তখনই ১০ টি গল্প হয়ে গেল। আমার কিছু যায় আসে না।
99
রাইমা আরও বলেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করব না। নিজের কাজটাই মন দিয়ে করব। নিজের মতোন করে থাকব'।