পরিবারের সঙ্গে অষ্টমী কাটালেন তনুজা, ধরা পড়ল পাপারাৎজিদের ক্যামেরায়

Published : Oct 13, 2021, 11:10 PM IST

পুরোদমে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। আর সেই আনন্দে মেতে উঠেছেন আট থেকে আশি বহু মানুষ। কলকাতার পাশাপাশি পুজোর আনন্দে গা ভাসিয়ে দিয়েছে বাঙালি। পুজো এখন মধ্যগগনে রয়েছে। কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তেই দুর্গাপুজোর আয়োজন করা হয়। বাদ যায়নি মুম্বইও। সেখানে পুজোর আনন্দে পরিবারের সঙ্গে মেতে উঠেছেন কাজল ও তনুজা। 

PREV
19
পরিবারের সঙ্গে অষ্টমী কাটালেন তনুজা, ধরা পড়ল পাপারাৎজিদের ক্যামেরায়

কাজল, তাঁর ছেলে যুগ, বোন তানিশা এবং মা তনুজা সবাই বুধবার হাজির ছিলেন মুম্বইয়ে তাঁদের দুর্গাপুজোর মণ্ডপে।

29

পরিবারের সঙ্গে মেতে উঠেছিলেন তনুজা (Tanuja)। মুম্বইয়ের (Mumbai) পুজোর মণ্ডপে (Puja Pandal) হাজির হয়েছিলেন তাঁরা। 

39

মা তনুজার সঙ্গে দুই বোন কাজল (Kajol) এবং তানিশা (Tanisha)। মুম্বইয়ের পুজো প্যান্ডেলে হাজির হয়েছিলেন তাঁরা। 

49

পরিবারের (Family) সঙ্গে ছবি (Photo) তুলতে দেখা গিয়েছে তনুজাকে। পাপারাৎজিদের ক্যামেরায় হাসিমুখে পোজ দেন তিনি। 
 

59

অষ্টমীর দিন তনুজার পরনে ছিল নীল শাড়ি। তার সঙ্গে মানানসই গয়না পরেছিলেন তিনি। একেবারে ছিমছাম সাজেই দেখা গিয়েছে তাঁকে।

69

মণ্ডপের বাইরে আত্মীয়দের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তনুজাকে। পাপারাৎজিদের ক্যামোরায় ধরা পড়েছে সেই ছবি। 
 

79

নর্থ বম্বে দুর্গাপুজো সমিতির পুজোয় হাজির হয়েছিলেন কাজলের তারকা পরিবারও। ছিলেন তাঁর বাবা ও বোন তানিশাও। 

89

পুজোয় সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করতে দেখা গিয়েছে তাঁদের সবাইকে। তাঁদের সবাইকেই দেখা গিয়েছে বাঙালি সাজে। 

99

তানিশার পরনে ছিল রানি কালারের শাড়ি (Saree)। আর তার সঙ্গে স্লিভলেস ডিজাইনার ব্লাউজ (sleeveless blouse) পরেছিলেন তিনি। 

click me!

Recommended Stories