কবে বিয়ের পিঁড়িতে বসবেন রাইমা, দুর্গাপুজোতেই কঠিন সিদ্ধান্তের কথা ফাঁস করলেন মুনমুন কন্যা

রাইমা সেন, যাকে নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া। পর্দায় একাধিকবার সাতপাকে ঘুরে ফেললেও বাস্তবে তা এখনও হয়নি। অভিনেত্রীকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। কবে বিয়ের পিঁড়িতে বসবেন মুনমুন কন্যা, তা নিয়ে সর্বদাই ধেয়ে এসেছে একাধিক প্রশ্ন। এবার দুর্গাপুজোর মধ্যেই প্রথমসারির সংবাদমাধ্যমে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন মুনমুন কন্যা রাইমা সেন।
 

Riya Das | Published : Oct 14, 2021 11:28 AM
19
কবে বিয়ের পিঁড়িতে বসবেন রাইমা, দুর্গাপুজোতেই কঠিন সিদ্ধান্তের কথা ফাঁস করলেন মুনমুন কন্যা

নেটদুনিয়ার হট সেনসেশন রাইমা সেনকে (Raima Sen) নিয়ে নতুন করে বলার অপেক্ষা আর থাকে না ।প্রতিনিয়তই শরীরী উষ্ণতায় তাক লাগাচ্ছেন মুনমুন কন্যা। 

29

একের পর এক গা গরম করা হট ফোটোশ্যুটে রাইমাকে দেখে ভিড়মি খাচ্ছেন আট থেকে অষ্টাদশী। শরীরী আবেদনে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতেও সিদ্ধহস্ত মুনমুন কন্যা।

39

সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই একের পর এক হট ছবি। নেটদুনিয়ার হট সেনসেশন বাঙালি কন্যা রাইমার শরীরী উষ্ণতা দেখে যে কেউ যেন ভিরমি খাবে।

49

পর্দায় একাধিকবার সাতপাকে ঘুরে ফেললেও বাস্তবে তা এখনও হয়নি। অভিনেত্রীকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। কবে বিয়ের পিঁড়িতে বসবেন মুনমুন কন্যা, তা নিয়ে সর্বদাই ধেয়ে এসেছে একাধিক প্রশ্ন। 

59

এবার দুর্গাপুজোর মধ্যেই প্রথমসারির সংবাদমাধ্যমে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন মুনমুন কন্যা রাইমা সেন। রাইমা সেনকে নিয়ে গুঞ্জন ক্রমশ বেড়েই যাচ্ছে।

69

কিছুদিন ধরেই চিত্রগ্রাহক তথাগতর দেওয়ালে  দেখা যাচ্ছে রাইমাকে। সাহসী ছবিতে রাইমা যেন আরও  অনেক বেশি সাহসিনী হয়ে উঠেছেন।  রাইমা -তথাগত কেমিস্টি মানেই যেন তৈরি হয়ে যায় এক গল্প।

79

চিত্রগ্রাহকের সঙ্গে নাম জড়ানো, প্রেমের গুঞ্জন নিয়েও যথেষ্ঠ ওয়াকিবহাল অভিনেত্রী। রাইমা প্রথমসারির সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'যা নয় তাই লেখা হচ্ছে সংবাদমাধ্যমে আমাকে নিয়ে'।

89


রাইমা আরও জানিয়েছেন, আমি কোনও চিত্রগ্রাহকের সঙ্গে যেই ছবি তুললাম তখনই ১০ টি গল্প হয়ে গেল। আমার কিছু যায় আসে না। 

99

রাইমা আরও বলেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করব না। নিজের কাজটাই মন দিয়ে করব। নিজের মতোন করে থাকব'।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos