ভোট-চতুর্থীতে সামিল মায়ানগরী - দেখুন বলিউড তারকাদের ভোটদানের ছবি

সোমবার চতুর্থ দফায় এসে পড়ল লোকসভা নির্বাচন ২০১৯-এর ভোটগ্রহণ পর্ব। ৯টি রাজ্যের ৭২টি লোকসভা কেন্দ্রে ১২ কোটিরও বেশি মানুষ এদিন ভোট দিচ্ছেন। এদিন দেশের অন্যান্য কেন্দ্রগুলির সঙ্গে ভোট পর্বে সামিল হয়েছে মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, ও মুম্বই দক্ষিণ-মধ্য কেন্দ্র। আর মুম্বই মানেই তো মায়াপুরী। বলিউডের মতো বিশাল ফিল্ম ইন্ডাস্ট্রি। গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষদের ভিড়ে দেখা গেল বচ্চন পরিবার থেকে আমির-সলমনদের মতো কানেদের, ড্রিমগার্ল হেমা মালিনী, রেখা, কঙ্গনা রানাওয়াতদের মতো বহু বলি তারকাদের। সেই সঙ্গে বলিউডের সঙ্গে সমান কদমে রাজনীতিও চালিয়ে যাওয়া উর্মিলা মার্তণ্ডকার, পরেশ রাওয়াল, রবি কিষাণরাও ছিলেন।

 

amartya lahiri | Published : Apr 29, 2019 1:02 PM IST

116
ভোট-চতুর্থীতে সামিল মায়ানগরী - দেখুন বলিউড তারকাদের ভোটদানের ছবি
এদিন জুহুর এক বুথে সপরিবারে ভোট দেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। বিগ বির সঙ্গে ছিলেন স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক বচ্চন ও পুত্রবধু ঐশ্বর্য রাই বচ্চন।
216
স্ত্রী কিরণ রাও-কে নিয়ে ব্যান্দ্রার সেইন্ট অ্যানিস হাই স্কুলের বুথে ভোট দিয়েছেন আমির খান।
316
ব্যান্দ্রার ২৮৩ নম্বর বুথে ভোট দেন ভাইজান সলমন খান।
416
মুম্বইয়ের ব্যান্দ্রার ২৮৩ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন অভিনেত্রী রেখা।
516
মথুরা থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়ালেও 'ড্রিমগার্ল' হেমা মালিনী মুম্বইয়ের ভিলে পার্লের ভোটার। এদিন তিনি দুই কন্যা এষা ও অহনাকে নিয়ে এসে ভোট দেন।
616
জুহুতে নিজের ভোট দিয়ে মত প্রকাশ করেছেন সদ্য মুক্তি পাওয়া 'কলঙ্ক' চলচ্চিত্রের অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
716
মুম্বই উত্তর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন উর্মিলা মার্তণ্ডকার। এদিন সকাল সকালই ব্যান্দ্রার ১৯০,নম্বর বুথে ভোট দেন তিনি। ভোটারদের সঙ্গে সামান্য কথাও বলেন এই তারকা প্রার্থী।
816
চতুর্থ দফায় মত দিয়েছেন নবাব পরিবারের বধু তথা বলি-তারকা করিনা কাপুর খানও।
916
মুম্বইয়ের খার-এর এক বুথে ভোট দেন 'বলিউড কুইন' কঙ্গনা রানাওয়াত।
1016
ব্যান্দ্রার এমএমকে কলেজে ১৬৭ নম্বর বুথে স্ত্রী রেণু নাম্বুদিরিকে সঙ্গে নিয়ে ভোট দেন চিত্র-পরিচালক মধুর ভান্ডারকর।
1116
অভিনেত্রী শাবানা আজমি এবং কবি ও গীতিকার জাভেদ আখতারও এদিন তাঁদের মত দান করেন।
1216
মুম্বইয়ের ভিলে পার্লের যমুনা বাঈ স্কুলে ২৫০-২৫৬ বুথে সস্ত্রীক এসে ভোট দেন বিজেপি সাংসদ তথা বলি অভিনেতা পরেশ রাওয়াল।
1316
মুম্বইয়ের জুহুর ২৩৫-২৪০ বুথে ভোট দেন অভিনেতা অনুপম খের।
1416
টেলি তারকা তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এই বছর ফের উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন। এদিন মুম্বইয়ের ভেরসোভায় স্বামী জুবিন ইরানিকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে যান রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বী।
1516
উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বিজেপির সাংসদ প্রার্থী হয়েছেন ভোজপুরি সুপারস্টার রবি কিষাণ। তিনি অবশ্য মুম্বইয়ের ভোটার। এদিন গোরেগাঁও-এর বুথে ভোট দেন তিনি।
1616
বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী ও সোনালি বেন্দ্রে দুজেই মত দান করেন ভিলে পার্লের এক বুথে।
Share this Photo Gallery
click me!
Recommended Photos