'শাহরুখ আমার পায়ের তলায় থাকে', কিং খানকে 'কুকুর' বলতেও পিছু পা হননি আমির

বলিউডে খানেদের মধ্যে সমস্যা নতুন কিছু নয়। একে অন্যকে কড়া টক্কর দিতে কখনও পর্দায়, কখনও আবার প্রকাশ্যেই করে থাকেন আক্রণ। শাহরুখ ও আমির খানের ক্ষেত্রে মাঝে মধ্যেই তা চোখে পড়ে। দুই তারকার মধ্যে ক্যাটফাইট এতটাই বেশি ছিল যে একে অন্যকে কুকুর বলতেও পিছু পা হননি। 

Jayita Chandra | Published : Apr 17, 2020 7:06 AM IST
19
'শাহরুখ আমার পায়ের তলায় থাকে', কিং খানকে 'কুকুর' বলতেও পিছু পা হননি আমির

শাহরুখ খানকে একাধিকবার বিমানবন্দরে আটকে রেখেছিল আমেরিকা। তাঁর নামের শেযে থাকা খানেই ঘটেছিল বিপত্তি। 

29

এই নিয়ে আমির খানকে প্রশ্ন করায় তিনি জানিয়ে ছিলেন তাঁকে কোনও দিনই এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। তাই তিনি কোন মন্তব্যই করতে পারবেন না। 

39

এখানেই শেষ নয়, এরপর একবার শাহরুখ খান আমির খান সম্বন্ধে বলেছিলেন যে, তিনি মোটেই কোন বুদ্ধি রাখেন না। তাই তাঁকে বুদ্ধিমান বলা ভুল। 

49

এরই কয়েকদিনের মধ্যে সামনে উঠে আসে এক অন্য ছবি। আমির খান শাহরুখ সম্বন্ধে বলে বসেন তিনি আমির খানের পা চেঁটে বেড়ান। 

59

এই কথা বলার পর রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল বি-টাউনে। এক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে ছিলেন শাহরুখ থাকেন তাঁর পায়ের তলায়। 

69

শাহরুখ খানকে সেদিন তিনি কুকুর বলতেও পিছু পা হননি। মুহূর্তে সেই খবর সাড়া ফেলেছিল ভক্ত মহলে।

79

শাহরুখ খান ও আমির খান মুখোমুখি হলেও খুব একে একে অন্যের সঙ্গে স্বাচ্ছন্দ বোধ করেন না। তাঁরা এড়িয়ে যান একে অপরকে। 

89

কোনও অনুষ্ঠান থেকে শুরু করে পুরস্কার বিতরণীর মঞ্চ, একসঙ্গে থাকাটা খুব একটা পছন্দ নয় তাঁদের। 

99

সুযোগ পেয়ে শাহরুখ খান যেমন আমির খান সম্পর্কে বলতে পিছু পা হন না, তেমনই আমির খান খুব একটা পছন্দ করেন না শাহরুখকে নিয়ে কথা বলতে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos