ছোট্ট সেই বাচ্চা মেয়েটি এখন তিনটি বিলাসবহুল গাড়ির মালিক। সব মিলিয়ে প্রায় ২.৫ কোটি টাকার গাড়ির সংগ্ৰহ। শুধু গাড়ির মালিকানা নয় পাশাপাশি তৈরি করছেন স্বপ্নের বাড়িও। হ্যাঁ তিনি আর কেউ নন, তিনি সকলের প্রিয় জান্নাত জুবের। একসময় বলিউডের খুদে অভিনেত্রী হয়ে মাত্রা শুরু করলেও টিকটক, খাতরো কে খিলাড়ির মতো জনপ্রিয় শো থেকে নিজের পরিচিতি গড়ে তোলেন জান্নাত।