Father's Day-র আগেই সন্তানদের নিয়ে মুখ খুললেন অজয় দেবগন, বললেন স্যোশাল মিডিয়ারই দিন

Published : Jun 18, 2022, 10:29 PM IST

ফাদার্স ডের আগেই দুই সন্তান যুগ আর নাইসার সঙ্গে তাঁর কেমন সম্পর্ক তা নিয়ে মুখ খুললেন স্টার অভিনেতা অজয় দেবগন। বর্তমানে বলিউডের ব্যস্ত অভিনেতাদের মধ্যে অন্যতম অজয় দেবগণ। তাই হামশাই তিনি পেজ থ্রিতে জায়গা করে নেন। কিন্তু বর্তমানে শুধু স্টার নয় স্টারকিডদের নিয়েও উৎসহ বেড়েছে। সংবাদ মাধ্যম ছাড়াও স্যোশাল মিডিয়াতেই রীতিমত জনপ্রিয় তাঁরা। তাদেরই একজন অজয় দেবগণ আর কাজলের মেয়ে নাইসা। তাদের ছেলে যুগকে নিয়েও কম উৎসহী নয় সোশ্যাল মিডিয়া। আর এই সব বিষয় একজন বাবা হিসেবে কেমন ভাবে দেখছেন অজয় দেবগণ তাই স্পষ্ট করে জানিয়ে দিলেন।   

PREV
110
Father's Day-র আগেই সন্তানদের নিয়ে মুখ খুললেন অজয় দেবগন, বললেন স্যোশাল মিডিয়ারই দিন


অজয় দেবগণের কথায় সোশ্যাল মিডিয়া বর্তমানে অনেকটা জায়গা দখল করে নিয়েছে। তাই সোশ্যাল মিডিয়া থেকে পালান সম্ভব নয়। তবে প্রথম দিকে এই বিষয়টা তাঁর কাছে খুব একটা সাবলীল ছিল না। 
 

210


অজয় দেবগণ জানিয়েছেন তিনি ছেলে ও মেয়ের দুজনের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। বেশি বকাঝকা মোটেও তাঁর পছন্দ নয়। 

310


অজয় দেবগণ জানিয়েছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে স্টারকিডরা লাইমলাইটে চলে আসে দ্রুত। তাদের সন্তানদের দিকেও নজর দেয় অনুগামীরা। যা তিনি চাইলেই এড়াতে পারবেন না। 
 

410


অজয় দেবগণের কথায় বর্তমান সময়টা পুরোপুরি সোশ্যাল মিডিয়ায়। তাই চাইলেই সেখান থেকে রেহাই নেই। এটা শুধু তাঁর নয়। সবার ক্ষেত্রেই হয়। তাই তাঁর সন্তানরা আলাদা হবে - এমনটা ভাবারও কোনও কারণ নেই। 
 

510


অজয় দেবগণ জানিয়েছেন এখনকার সমাজে আর কঠোর অভিভাবকদের কোনও স্থান নেই। তাই বকাঝকা নয়। তাদের সঙ্গে বন্ধুর মত মিশতে হবে। তাইই মধ্যে শিশুদের মধ্যে ভালো মূল্যবোধ তৈরি করে দিতে হবে বাবা ও মাকেই। 

610


অজয় দেবগণ জানিয়েছেন তিনি নাইসা আর যুগের সঙ্গে অনেক কথা বলেন। তাঁদের মতামতকেও গুরুত্বদেন। কোনও বিষয় সম্পর্কে তারা কী ভাবছে সেসম্পর্কে জানার চেষ্টা করেন। 

710


অজয় দেবগণ সর্বদাই সন্তানদের ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে তিনি যে সবসময় সফল হন তা  ঠিক নয়। অনেক সময়ই সন্তানরা নিজের ভুল পরে বুঝতে পেরে সেখান থেকে সরে আসে। 

810


কী হবে সন্তানদের ভবিষ্যৎ- এই প্রশ্নের উত্তরে অজয় দেবগন জানিয়েছেন তিনি ও কাজল অভিয়নকেই পেশে হিসেবে নিয়েছেন। তাঁদের ছেলে মেয়েরাও যেন অভিনয় জগতে আসে সেটাই চান তিনি। 

910


তবে সন্তানের ওপর জোর খাটাতে রাজি নন সিংহম অভিনেতা। স্পষ্ট করে জানিয়েছে যুগ আর নাইসার যা পছন্দ সেটাই তারা করতে পারে। সর্বপরি তারা যাতে ভালো মানুষ হয় সেটাই চান তিনি - একজন বাবা হিসেবে। 

1010


থ্যাঙ্ক গড- আগামী ছবি অজয় দেবগণের। সিদ্ধার্থ মালহোত্রা আর রাকুল প্রীত সিং রয়েছে। দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি। সিনেমার পাশাপাশি ওটিটিটতে কাজ শুরু করেছেন অজয় দেবগন। 

click me!

Recommended Stories