ভোজপুরি অভিনেত্রী সুষমা অধিকারী আদতে ভারতের বাসিন্দাই নন, কী তার আসল পরিচয়?

Published : Jul 04, 2022, 11:06 AM IST

ভোজপুরি সিনেমার অভিনেত্রী সুষমা অধিকারী আসলে ভারতের বাসিন্দাই নন। তিনি আসলে নেপালের বাসিন্দা। ভারতে এসে তিনি আলাদা পরিচয় তৈরি করতে পেরেছেন। অভিনয়ের পাশাপাশি, তিনি সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় এবং তার ভক্তদের জন্য তার ছবি পোস্ট করতে থাকেন।সুষমা একজন মডেল এবং তিনি অনেক মিউজিক ভিডিও, বিজ্ঞাপনে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি কিছু নেপালি ছবিতেও কাজ করেছেন তিনি। সুষমা প্রায়ই তার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় তার হট ছবি শেয়ার করেন। সদ্যই তার দেশ অর্থাৎ নেপালে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে তাকে তার প্রিয় খাবার পুরোপুরি উপভোগ করতে দেখা যায়। তার থালা-বাসন দেখেই বলা যায় তিনি তার ফিটনেসের প্রতি কতটা খেয়াল রাখেন। সব ধরনের পোশাকে সুষমাকে সুন্দর দেখালেও ওয়েস্টার্ন লুকে তাকে খুব আকর্ষণীয় লাগে। লাল রঙের ওয়ান-পিস পোশাকে সুষমাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। ছবিতে তাকে হোটেলের বারান্দায় পোজ দিতে দেখা যাচ্ছে।ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করেছেন ভোজপুরি অভিনেত্রী। ছবির সঙ্গে ক্যাপশনে 'শুভ সময়' লেখা রয়েছে। আসলে, যখনই কেউ অন্য দেশ থেকে তার নিজের দেশে পৌঁছায়, সেই মুহূর্তের ব্যাপারটা আলাদা। এমন পরিস্থিতিতে, সেই ব্যক্তির জন্য এটাই সেরা সময়।

PREV
18
ভোজপুরি অভিনেত্রী সুষমা অধিকারী আদতে ভারতের বাসিন্দাই নন, কী তার আসল পরিচয়?

ভোজপুরি সিনেমার অভিনেত্রী সুষমা অধিকারী আসলে ভারতের বাসিন্দাই নন। তিনি আসলে নেপালের বাসিন্দা। ভারতে এসে তিনি আলাদা পরিচয় তৈরি করতে পেরেছেন। 

28

অভিনয়ের পাশাপাশি, তিনি সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় এবং তার ভক্তদের জন্য তার ছবি পোস্ট করতে থাকেন।
 

 

আরও পড়ুনঃ 

38

সুষমা একজন মডেল এবং তিনি অনেক মিউজিক ভিডিও, বিজ্ঞাপনে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি কিছু নেপালি ছবিতেও কাজ করেছেন তিনি।

 

আরও পড়ুনঃ 

48

সুষমা প্রায়ই তার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় তার হট ছবি শেয়ার করেন। সদ্যই তার দেশ অর্থাৎ নেপালে গিয়েছেন তিনি। 

 

আরও পড়ুনঃ লাল রঙের স্বল্প পোশাকে দিশা পাটানির টোন্ড সেক্সি ফিগারের ৭ টি আকর্ষণীয় ছবি দেখে নিন

58

সেখানে গিয়ে তাকে তার প্রিয় খাবার পুরোপুরি উপভোগ করতে দেখা যায়। তার থালা-বাসন দেখেই বলা যায় তিনি তার ফিটনেসের প্রতি কতটা খেয়াল রাখেন। 
 

 

আরও পড়ুনঃএষা গুপ্তর লাল রঙের ফুলস্লিভ টপ ঠেলে বেরিয়ে আসছে স্তন, একটিমাত্র বোতাম কোনরকমে আটকে রেখেছে স্তন যুগলকে

68

সব ধরনের পোশাকে সুষমাকে সুন্দর দেখালেও ওয়েস্টার্ন লুকে তাকে খুব আকর্ষণীয় লাগে। লাল রঙের ওয়ান-পিস পোশাকে সুষমাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। 
 

 

আরও পড়ুনঃলেস-টপের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে স্তন,শর্বরী ওয়াঘের হট-ফটোশ্যুটে যৌনতার ছড়াছড়ি

78

ছবিতে তাকে হোটেলের বারান্দায় পোজ দিতে দেখা যাচ্ছে।ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করেছেন ভোজপুরি অভিনেত্রী। 
 

88

ছবির সঙ্গে ক্যাপশনে 'শুভ সময়' লেখা রয়েছে। আসলে, যখনই কেউ অন্য দেশ থেকে তার নিজের দেশে পৌঁছায়, সেই মুহূর্তের ব্যাপারটা আলাদা। এমন পরিস্থিতিতে, সেই ব্যক্তির জন্য এটাই সেরা সময়।

click me!

Recommended Stories