বছর শেষে আরও একবার ফিরে দেখা ২০১৯। কোথাও আগলে রাখা সুখের স্মৃতি, কোথাও আবার দেখা মেলে চোখের কোলে জল। তেমনই একাধিক মৃত্যু শোক ঘিরে রয়েছে ২০১৯ সালকে। শেষ কালে ফিরে দেখা সেই সকল অমর ব্যক্তিত্বদের।
debojyoti AN | Published : Dec 30, 2019 1:56 PM / Updated: Dec 31 2019, 10:59 AM IST
গিরিশ কারনাডঃ নাট্যজগতে বিরাট নক্ষত্রপতন হয়েছিল গিরিশ করনাডের মৃত্যুতে। ২০১৯ চলে গেলেন বর্ষীয়ান নাট্যকার গিরিশ করনাড। ৮১ বছর বয়সে ১০ জুন মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
কাদের খানঃ ২০১৯ সালে বছরের প্রথম দিনই বলিউড হারিয়েছিল কাদের খানকে। বার্ধক্য জণিত কারণে অসুস্থ হয়ে পরেন তিনি। এরপরই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটলে মৃত্যু ঘটে বর্ষীয়াণ অভিনেতার।
বীরু দেবগণঃ ২৬ মে মৃত্যু ঘটে অজয় দেবগণের বাবার। বীরু দেবগণের মৃত্যুতে শোকের ছায়া পড়ে বলিউডে। সেদিন সকালেই হঠাৎই শরীরিক অবস্থার অবনতি ঘটে বীরু দেবগণের। বীরু দেবগণের অ্যাকশন পরিচালনায় হিন্দুস্তান কি কসম ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগণ ও অমিতাভ বচ্চন।
রুমা গুহ ঠাকুরতাঃ ৩ জুন প্রয়াত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। বালিগঞ্জ প্লেসের বাড়িতে মৃত্যু হয় তাঁর। বার্ধক্যজণিত কারণে অসুস্থ ছিলেন তিনি।
বিদ্যা সিনহাঃ ১৫ অগস্ট প্রয়াত হন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা। এদিন দুপুর ১২টা নাগাদ মুম্বইয়ের একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ১৮ বছর বয়সে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ১৯৭৪ সালে 'রজনীগন্ধা' সিনেমার দ্বারা তিনি বলিউডে পা রাখেন।
চিন্ময় রায়ঃ ১৭ মার্চ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিন্ময় রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে নেমে আসে শোকের ছায়া।
বেট্টি কাপাডিয়াঃ ২০১৯-এর ডিসেম্বর মাসেই মৃত্যুর কোলে ঢোলে পরেন টুইঙ্কল খান্নার মা বেট্টি কাপাডিয়া। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। এই খবরের শোকের ছায়া পড়েছিল বি-টাউনে।
কুশল পঞ্জাবঃ সম্প্রতি আত্মঘাতী হলেন কুশন পঞ্জাব। বলিউডে জনপ্রিয় টেলিভিশন অভিনেতাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর ফ্ল্যাট থেকে। ২৭ ডিসেম্বর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।