সইফইকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলেন অমৃতা। তিনি নিজে মুখেই জানিয়েছেন, সইফকে গাড়ি অফার করা সময় তিনি বলেছিলেন, তাঁর গাড়ি যেন নিয়ে যান। তাহলে গাড়ি ফেরত দেওয়ার সময় আবার তাদের দেখা হবে। কিন্তু সইফ জানিয়েছিলেন এমনিতেই তিনি অমৃতার সঙ্গে দেখা করতে আসবেন। গাড়ির কোনও দরকার হবে না।