দুই থেকে তিনে কারা, ২০২০-তে বেবিবাম্পে ভাইরাল বলি থেকে টলির একাধিক সেলেব

কেউ লকডাউনে সিদ্ধান্ত নিল, কেউ নিয়েছিল বছরের শুরুতেই। তবে দুই থেকে তিনের পথে একাধিক স্টার। সেলেব মহলে বেবিবাম্প যেন বছর ভর ভাইরাল। বলিউড থেকে টলিউড, একাধিক সুখবরে ভরেছে সোশ্যাল মিডিয়ার পাতা। দেখে নেওয়া যাক তালিকায় কোন কোন সেলেব... 

Jayita Chandra | Published : Dec 18, 2020 6:49 AM IST
17
দুই থেকে তিনে কারা, ২০২০-তে বেবিবাম্পে ভাইরাল বলি থেকে টলির একাধিক সেলেব

করিনা কাপুর খান দ্বিতীয় সন্তানের জন্মদিতে চলেছেন। লকডাউনের মাঝেই সুখবর শুনিয়েছিলেন বেবো। 

27

কোয়েল মল্লিক বছরের শুরুতেই সুখবর শুনিয়েছিলেন। বছরের মাঝেই তিনি পুত্র সন্তানের জন্ম দেন। 

37

অনুষ্কা শর্মা বেবিবাম্পের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন সুখবর। জানুয়ারীতেই দুই থেকে তিনের পথে তাঁরা। 

47

শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তিনি বছরের শুরুতেই দিয়েছিলেন সুখবর। এরপর লকডাউনের মাঝেই তিনিও পুত্র সন্তানের জন্ম দেন। 

57

বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন নেহা কক্কর। বিয়ের দুমাসের মধ্যেই বেবিবাম্পের ছবিতে তিনি ভাইরাল। 

67

হার্দিক পান্ডিয়া ও নতাশাও এবছর বেবিবাম্পের ছবি শেয়ার করে সুখবর শুনিয়েছিলেন। সন্তানের জন্মের পর তার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন হার্দিক। 

77

কল্কি কোয়েচলিন গতবছরই সুখবর শুনিয়েছিলেন। চলতি বছরের শুরুতেই তিনি সন্তানের জন্মদেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos