দুই থেকে তিনে কারা, ২০২০-তে বেবিবাম্পে ভাইরাল বলি থেকে টলির একাধিক সেলেব
কেউ লকডাউনে সিদ্ধান্ত নিল, কেউ নিয়েছিল বছরের শুরুতেই। তবে দুই থেকে তিনের পথে একাধিক স্টার। সেলেব মহলে বেবিবাম্প যেন বছর ভর ভাইরাল। বলিউড থেকে টলিউড, একাধিক সুখবরে ভরেছে সোশ্যাল মিডিয়ার পাতা। দেখে নেওয়া যাক তালিকায় কোন কোন সেলেব...