Shaoli Mitra: স্মৃতির শহরে শাঁওলি মিত্র, ফিরে দেখুন তাঁর সেরা মুহূর্তের ফ্রেমগুলি

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন শাঁওলি মিত্র। তবুও থেকে গিয়েছে শহরের অলি-গলিতে তাঁরই স্মৃতি। থিয়েটারের স্টেজ থেকে ঋত্ত্বিক ঘটকের ফ্রেম্রে আজও জীবন্ত বঙ্গবালা। তাঁর নাটক-থিয়েটার অপরূপ সূষ্টি থেকে শুরু করে মৃত্যু আগে লিখে যাওয়া ইচ্ছাপত্র চলুন ফিরে দেখা যাক।

Web Desk - ANB | Published : Jan 17, 2022 8:58 AM IST / Updated: Jan 17 2022, 02:30 PM IST
111
Shaoli Mitra: স্মৃতির শহরে শাঁওলি মিত্র, ফিরে দেখুন তাঁর সেরা মুহূর্তের ফ্রেমগুলি

ভারতের স্বাধীনতার ঠিক পরের বছরেই অর্থাৎ ১৯৪৮ সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন  শাঁওলি মিত্র। ছোট বেলা থেকেই সাহিত্য-নাটকের মধ্য দিয়েই তাঁরা বড় হয়ে ওঠা। কারণ শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র তাঁর মা ও বাবার সঙ্গে থেকেই তিনি নাটকের সাহচার্য পেয়েছিলেন।

211

  বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজস্ব থিয়েটার গ্রুপ গঠন করেন, 'পঞ্চম বৈদিক।'  ২০১১ সালে রবীন্দ্র স্বার্ধ শতবর্ষ উদযাপন সমিতির চেয়ারপার্সন হিসেবে যোগ দেন  শাঁওলি মিত্র। শুধু নাথবতী অনাথবত নয় , পুতুলখেলা, একটি রাজনৈতিক হত্যা, হযবরল, গ্যালিলিওর জীবন, কথা অমৃতসমান- বাংলা থিয়েটারের জগতে চিরস্মরণীয় শম্ভু মিত্রের (Shambhu Mitra) কন্যার অবদান। 

311

শাঁওলি মিত্র জীবনকালে কাজ করেছেন বহুরূপি প্রোডাকশনে। তবে  ঋত্ত্বিক ঘটক নির্মিত বাংলা ছবি  যুক্তি তর্ক গল্প-এ  বঙ্গবালা চরিত্রে অভিনয়, তাঁর সেই অবিস্মরণীয় কাজ সবাই মনে রাখবে।

411

২০০৩ সালে বাংলা থিয়েটারে তাঁর অবদানের জন্য তিনি সংগীত নাটক আকাদেমি পুরস্কারে ভূষিত হন। ২০১২ সালে অভিনয়ে আজীবনকালের অবদানের জন্য তিনি বঙ্গবিভূষণ পুরস্কারের মর্যাদা পান।

511

২০০৯ সালে দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। জীবনকালে  ছবির পাশাপাশি গণনাট্য-নবনাট্য সহ একাধিক বই নিয়েও তাঁর অসামান্য কাজ সকলেই ফিরে ফিরে দেখবে।

611

তখন রাজ্যে দাপিয়ে চলছে ৩৪ বছরের বামফ্রন্ট সরকার। বামেদের অন্যতম ব্যক্তিত্ব বুদ্ধদেবের হাতে তখন মুখ্যমন্ত্রিত্বের পদ। এদিকে ২০০৮ সালের আশে পাশে তখন ফুঁসছে সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন। আর সেই আন্দোলনে বামেদের বিরুদ্ধে পরিবর্তন চেয়ে রাস্তায় নেমেছেিলেন শাঁওলি মিত্র।  

711

আন্দোলনের সময় থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। বাম জমানার পর ক্ষমতায় আসে মমতার সরকার। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর শাঁওলি মিত্রকে প্রথমে রবীন্দ্র রচনাবলী দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়।

811

২০১২ সালে মহাশ্বেতা দেবী বাংলা অ্যাকাডেমির সভাপতির দায়িত্ব ছাড়ার পর ভার নেন শাঁওলি মিত্র। তবে ২০১৮ সালে কাজ করার উপযুক্ত পরিকাঠামোর অভাবের কথা উল্লেখ করে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি।

911

১৯৯৭ সালে তাঁর বাবা শম্ভু মিত্রের মৃত্যুর পরও, একেবারে প্রচারের আলোর বাইরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। একইভাবে শম্ভু মিত্রের কন্যা  শাঁওলি মিত্র ইচ্ছাপত্রে জানান যে, মৃত্যুর পর নিথর শরীর  প্রদর্শন করতে তাঁর সঙ্কোচ রয়েছে।  

1011

জীবনকালে সায়ক চক্রবর্তী এবং অর্পিতা ঘোষ মানস পুত্র এবং মানস কন্যার কথাই উল্লেখ করেন তিনি। আর জীবনের অন্তিম সময়ে তাঁদের পাশে পেয়েছিলেন তিনি।  শেষকৃত্য় সম্পন্ন হওয়ার পরেই তাঁরা এই মর্মান্তিক খবর প্রকাশ্যে নিয়ে আসেন। 

1111

তবে জীবন সায়াহ্নে এসে সব কিছু থেকেই দূরে সরে লাইম লাইটের থেকে বহূ দূরে না ফেরার দেশে চলে গেলেন  শাঁওলি মিত্র। যদিও তারঁ জীবনের অন্যতমতম সৃষ্টিগুলি ফিরে দেখবে শহর কলকাতা।

Share this Photo Gallery
click me!

Latest Videos