পুজোর মুখেই খুলে দেওয়া হহচ্ছে সিনেমাহল। কিন্তু একাধিক সতর্কতা মানতে হবে। তার জন্য প্রকাশিত হল নির্দিষ্ট ডাইড লাইন। প্রেক্ষাগৃহে যাওয়ার আগে একবার জেনে নিন, কী কী নতুন দেখতে চলেছেন সিনেমাহলে, যা আগে কখনও হয়নি...
প্রেক্ষাগৃহে ৫০ শতাংশ দর্শকই প্রবেশ করতে পারবে। তার বেশি দর্শক আসন ভরা যাবে না।
ব্যবস্থা রাখতে হবে স্যানিটাইজারের। সাবানও থাকতে হবে। বাথরুমও স্যানিটাইজ করতে হবে সকলকে।
সকলের কাছে থাকতে হবে আরোগ্য সেতু অ্যাপ। যাতে সংস্পর্শে কেউ আসলেই জানা যায়। যতটা সম্ভব টাকার ব্যবহার কমাতে হবে। অনলাইন পেমেন্ট থেকে শুরু করে অনলাইনে স্ক্যানিং, সবই করতে হবে।
যত্রতত্র থুতু ফেলা যাবে না। এতে জরিমানাও হতে পারে। থাকবে কড়া নজরদারি। সকলকে মাস্ক পরেই যেতে হবে। ভেতরে কোনও খাবারের জিনিস বিক্রি করা যাবে না। কেবল জল ছাড়া।
করতে হবে থার্মাল চেকিং। পাশাপাশি ভিড় এড়ানোর ব্যবস্থাও করতে হবে কর্তৃপক্ষকে।
পরিষ্কার রাখতে হবে প্রেক্ষাগৃহ। কর্মীদেরও থাকতে হবে পিপিই কিট পরে। যাতে কোনও কারণেই কারুর সমস্যা না হয়।