Published : Apr 08, 2020, 04:17 PM ISTUpdated : Apr 08, 2020, 04:18 PM IST
মায়া থুড়ি ইন্দিরা ভার্মা। নিজের মায়াজালেই গোটা বিশ্বকে বেঁধে ফেলেছিলেন অভিনেত্রী। সালটা ১৯৯৬। মীরা নায়ার পরিচালিত ছবি 'কামসূত্র'তে গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছিল মায়া। রোমান্টিক সিনেমায় মায়ার প্রেমের জাঁদুতেই পাগল হয়েছিলেন রাজপুত্র রাজ সিংহ। সেই শরীরী জাঁদু মায়া আজও অমলিন সকলের হৃদয়ে। বিখ্যাত অভিনেত্রী বর্তমানে কেমন আছেন, কী বা করছেন দেখ নিন একনজরে।