মায়ার জালে ফেঁসেছিলেন বহু পুরুষ, মনে পড়ে 'কামসূত্র'র লাস্যময়ীকে

মায়া থুড়ি ইন্দিরা ভার্মা। নিজের মায়াজালেই গোটা বিশ্বকে বেঁধে ফেলেছিলেন অভিনেত্রী। সালটা ১৯৯৬। মীরা নায়ার পরিচালিত ছবি 'কামসূত্র'তে গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছিল মায়া। রোমান্টিক সিনেমায় মায়ার প্রেমের জাঁদুতেই পাগল হয়েছিলেন রাজপুত্র রাজ সিংহ। সেই শরীরী জাঁদু মায়া আজও অমলিন সকলের হৃদয়ে। বিখ্যাত অভিনেত্রী বর্তমানে কেমন আছেন, কী বা করছেন দেখ নিন একনজরে।
 

Riya Das | Published : Apr 8, 2020 10:47 AM IST / Updated: Apr 08 2020, 04:18 PM IST
19
মায়ার জালে ফেঁসেছিলেন বহু পুরুষ, মনে পড়ে 'কামসূত্র'র লাস্যময়ীকে
ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেত্রী ইন্দিরা ভার্মা। ইংল্যান্ডেই তার বেড়ে ওঠা।
29
কেরিয়ারের শুরু থেকেই থিয়েটারের প্রতি মন ছিল তার। তাই নানা জায়গায় থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী।
39
১৯৯৬ সালে 'কামসূত্র' দিয়ে সিনেমারহ জগতে পা রেখেছিলেন। আর প্রখম ছবিতেই দর্শকমন জিতে নিয়েছিলেন অভিনেত্রী।
49
তার অভিনয় এতটাই জনপ্রিয় হয়েছিল যে সারা বিশ্বে তার মায়া ছড়িয়ে পড়েছিল। একটার পর এক ছবিতে অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শককে।
59
তবে শুধু ছবিতেই নয় এর পাশাপাশি ড্রামা-তেও অভিনয় করেছেন ইন্দিরা।
69
৪৬ বছরের মায়া সেই ১৯৯৬- ২০২০ সাল পর্যন্ত অভিনয় দক্ষতা দিয়ে এখনও দাঁপিয়ে বেড়াচ্ছেন।
79
বর্তমানে উত্তর লন্ডনে স্বামী কলিন টায়ারনির সঙ্গেই থাকেন ইন্দিরা। তাদের একটি মেয়েও রয়েছে।
89
বর্তমানে 'গেমস অফ থ্রোনস'-এর সিজন-৪ এর দেখা যাবে ইন্দিরা। কিন্তু করোনার জেরে আপাতত বন্ধ রয়েছে সিনেমার শ্যুটিং।
99
বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। এবং সকলকে সুস্থ ও সচেতন থাকার বার্তা দিয়েছেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos