কেরিয়ারের 'মাইলস্টোন' এই বিখ্যাত গানগুলি, অরিজিতের জন্মদিনে রইল তালিকা

Published : Apr 25, 2020, 11:09 AM ISTUpdated : Apr 25, 2020, 11:10 AM IST

সালটা ২০০৫। 'ফেম গুরুকুল'-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অরিজিৎ সিং-এর। জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিংয়ের আজ জন্মদিন। যার কন্ঠস্বরে মোহিত গোটা বিশ্ব। যাকে ছাড়া বলিউড প্লেব্যাকের কথা এখন ভাবাই যায় না। সঞ্জয় লীলা বনশালির সিনেমার মাধ্যমেই বলিউডে ডেবিউ হয়েছিল অরিজিতের।আজ বলিউডে তিনি স্বপ্রতিষ্ঠিত। বলিউডে একাধিক সিনেমার গান রয়েছে তার ঝুলিতে। সেই গানের মোহে সারা বিশ্বে বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। তার গলার ম্যাজিক অন্য আবহ তৈরি করে। অল্প সময়ের মধ্যে শ্রোতাদের হৃদয়ের মণিকোঠায় নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন। জন্মদিনে দেখে নিন তার বিখ্যাত গানের একঝলক।

PREV
110
কেরিয়ারের 'মাইলস্টোন' এই বিখ্যাত গানগুলি,  অরিজিতের জন্মদিনে রইল তালিকা

ছোট থেকেই অরিজিৎ সিং-এর গানের প্রতি টান ছিল। পড়াশুনাতে খুব একটা নজর ছিল না বিখ্যাত গায়কের। 

210

সঞ্জয় লীলা বনশালির সিনেমার মাধ্যমেই বলিউডে ডেবিউ হয়েছিল অরিজিত সিংয়ের।আজ বলিউডে তিনি স্বপ্রতিষ্ঠিত। 

310

গানের মোহে সারা বিশ্বে বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। তার গলার ম্যাজিক অন্য আবহ তৈরি করে। অল্প সময়ের মধ্যে শ্রোতাদের হৃদয়ের মণিকোঠায় নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন। 

410


'আশিকী ২' সিনেমার বিখ্যাত গান 'তুম হি হো' গানটিই অরিজিৎ সিং-কে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। আজও সেই বিখ্যাত খান তার কেরিয়ারের মাইলস্টোন হয়ে উঠেছে।

510

'রামলীলা' সিনেমার বিখ্যাত রোম্যান্টিক গান 'লাল ইশক'-এ আজও বুঁদ জেন-ওয়াই।

610

'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির 'কবিরা' গান শুনলে আজও অনেকের চোখের কোণ ভিজে যাবে।

710

'অ্যায় দিল হ্যায় মুশকিল' সিনেমার গান 'চন্না মেরেয়া' গানটিতে অরিজিতের সুরেলা কন্ঠ সকলের মন  জয় করে নিয়েছে।

810

'পদ্মাবত' সিনেমার 'বিনতে দিল' গানটি পুরোর নিজের মতোন করে গেয়েছেন অরিজিৎ সিং। যা সুপারহিটের তকমা পেয়েছে।

910

'কেশরি' সিনেমার বিখ্যাত গান 'ও মাহি' গানে এক অন্য জাদু রয়েছে অরিজিতের কন্ঠে। যা সকলের মন জয় করেছে।

1010

তবে এই গানগুলিই শুধু নয়, একাধিক গান রয়েছে অরিজিতের ঝুলিতে। ছোটবেলাতেই গানের জন্য স্কলারশিপ পেয়েছিলেন অরিজিৎ। তারপরেই শুরু হয়েছিল ক্লাসিক্যাল গানের চর্চা। 

click me!

Recommended Stories