শনিবার বাড়ি ফিরে নিজের সোশ্যাল সাইট ইন্সটাগ্রামে ২৫ বছরের মডেল হেইলি বিবার গোটা বিষয়টি ভক্তদের উদ্দেশ্যে জানান। নিজের ইন্সটা হ্যান্ডেলেই বছর ২৫-এর হেলি বিবার লেখেন, চিকিৎসকরা তাঁর মাথায় একটি জমাটবাঁধা রক্ত বা ব্লাড ক্লট পেয়েছিল। সেটিতেই অস্ত্রপ্রচার করা হল। সেই সঙ্গে আরও লিখেছেন যে, এই ব্লাড ক্লট থেকে স্ট্রোক পর্যন্ত হতে পারত।