৫ শহরে বাড়ি থেকে চোখধাঁধানো গাড়ির কালেকশন, 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা কত কোটির মালিক জানেন?

জীবনের ২৫টি বসন্ত পেরিয়ে ২৬-এ পা দিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। খুব অল্প সময়ের মধ্যে নাম , যশ,  খ্যাতি সবটাই অর্জন করেছেন রশ্মিকা মন্দানা।  কর্ণাটকের কুর্গ শহরে জন্ম রশ্মিকার। মডেলিং দিয়েই কেরিয়ারের শুরু। ২০১৬ সালে কন্নড় ফিল্ম কিরিক পার্টি দিয়েডেবিউ করেন রশ্মিকা,প্রথম ছবিতেই  সাফল্য ছিল তুঙ্গে। প্রায় ৪ কোটির ছবি  ব্যবসা করেছিল ৫০ কোটি টাকা, তারপর থেকে তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সেদিনের মিষ্টি মেয়েটিই আজ 'ন্যাশনাল ক্রাশ'। এখনও পর্যন্ত মাত্র হাতে গোনা ১৪ টি ছবিতে কাজ করেছেন রশ্মিকা। যার প্রতিটিই প্রায় সুপারহিট। তবে তার মধ্যে 'পুষ্পা' ছবির সাফল্যের পর থেকে রশ্মিকার জনপ্রিয়তা অন্য স্তরে পৌঁছে গিয়েছে।  মাত্র কয়েক বছরের মধ্যেই ৫ শহরের বাড়ি এবং নজরকাড়া গাড়ির কালেকশন দেখার মতো। মাত্র ২৬ বছর বয়সে কত কোটি টাকা সম্পত্তির মালিক রশ্মিকা মন্দানা, জানলে চমকে যাবেন।
 

Riya Das | Published : Apr 5, 2022 3:33 PM
19
৫ শহরে বাড়ি থেকে চোখধাঁধানো গাড়ির কালেকশন, 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা কত কোটির মালিক জানেন?


রশ্মিকা মন্দানাকে নিয়ে ভক্তদের উত্তেজনা  সর্বদাই তুঙ্গে। তার একগাল হাসিতেই যেন পুরো দিনটা ভাল হয়ে যায়। দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রীর  ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। তিনি যে কত পুরুষের রাতের ঘুম কেড়ে নেন, তা হয়তো হাতে গুনেও শেষ করা যাবে না (Happy Birthday Rashmika Mandana)।

29


কর্ণাটকের কুর্গ শহরে জন্ম রশ্মিকার। আজ ২৬-এ পা দিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। খুব অল্প সময়ের মধ্যে নাম , যশ,  খ্যাতি সবটাই অর্জন করেছেন রশ্মিকা মন্দানা।  মডেলিং দিয়েই কেরিয়ারের শুরু। ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস হিসেবে জয়ী হয়েছিলেন রশ্মিকা। তারপর থেকেই পরিচালকের নজরে আসেন অভিনেত্রী (Happy Birthday Rashmika Mandana) ।

39

২০১৬ সালে কন্নড় ফিল্ম 'কিরিক পার্টি' দিয়ে ডেবিউ করেন রশ্মিকা, প্রথম ছবিতেই সাফল্য ছিল তুঙ্গে। প্রায় ৪ কোটির ছবি  ব্যবসা করেছিল ৫০ কোটি টাকা, তারপর থেকে তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সেদিনের মিষ্টি মেয়েটিই আজ 'ন্যাশনাল ক্রাশ' (Happy Birthday Rashmika Mandana) ।

49

খুব অল্প সময়ের মধ্যে খ্যাতির শীর্ষে রাজ করছেন রশ্মিকা। এখনও পর্যন্ত মাত্র হাতে গোনা ১৪ টি ছবিতে কাজ করেছেন রশ্মিকা। যার প্রতিটিই প্রায় সুপারহিট। তবে তার মধ্যে 'পুষ্পা' ছবির সাফল্যের পর থেকে রশ্মিকার জনপ্রিয়তা অন্য স্তরে পৌঁছে গিয়েছে (Happy Birthday Rashmika Mandana)। 

59

তামিল ও কন্নড় ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় রশ্মিকা মন্দানা এবার বলিউডেও দাঁপিয়ে বেড়াচ্ছেন। তার জনপ্রিয়তা যে অন্যান্য়দের তুলনায় অনেকটাই বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। এবার বলি নায়িকাদেরও টেক্কা দিতে  আসছেন রশ্মিকা মন্দানা। হিন্দি ছবি 'অ্যানিমালে'-তে রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রশ্মিকা। এছাড়াও সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে 'মিশন মজনু' ছবিতে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও অমিতাভ বচ্চনের সঙ্গে 'গুড বাই' ছবিতেও অভিনয় করবেন রশ্মিকা মন্দানা (Happy Birthday Rashmika Mandana) ।

69

বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের পিছনে ফেলে দিয়েছেন রশ্মিকা মন্দানা। বিশেষত জেন ওয়াইদের কাছে তার জনপ্রিয়তা দীপিকা ও ক্যাটরিনার থেকেও অনেক বেশি। এমনকী গুগলে ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া লিখে সার্চ করলেও রশ্মিকার ছবিই সকলের আগে উঠে আসলে। মাত্র ২৬ বছরে বয়সেই সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন রশ্মিকা মন্দানা (Happy Birthday Rashmika Mandana)।

79

মাত্র কয়েক বছরের মধ্যেই ৫ শহরের বাড়ি এবং নজরকাড়া গাড়ির কালেকশন দেখার মতো। সূত্রের খবর মাত্র ২৬ বছর বয়সে ১০০ কোটি টাকা সম্পত্তির মালিক রশ্মিকা মন্দানা। এক একটি ছবির জন্য বর্তমান পারিশ্রমিক ৩-৪ কোটির টাকা (Happy Birthday Rashmika Mandana)।
 

89

কুর্গ, বেঙ্গালুরু, মুম্বই, গোয়া, হায়দ্রাবাদেও নিজস্ব বাড়ি রয়েছে রশ্মিকা মন্দানার। তবে শুধু বাড়ি নয়, নায়িকার গাড়ির কালেকশন চোখ ধাঁধানোর মতো। এখনও পর্যন্ত ৫ শহরে বাড়ি ও ৪ টি গাড়ি কিনেছেন রশ্মিকা মন্দানা (Happy Birthday Rashmika Mandana)।
 

99

অভিনেত্রীর লাভ লাইফ নিয়ে সর্বদাই আগ্রহী নেটিজেনরা। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তার রিলেশনের খবরে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। রশ্মিকা সেই খবরে পাত্তা দিতে নারাজ ছিলেন। তিনি সাফ জানান, বিয়ে করতে এখনও অনেক দেরি। বিয়ের সময় হলেই করব (Happy Birthday Rashmika Mandana)।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos