মন্টু পাইলটের বিবিযান ওরফে চান্দ্রেয়ী ঘোষের সাথে বাস্তবে কেমন সম্পর্ক সরমা অর্থাৎ অলিভিয়ার ?

বুধবার কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গল (ITC) এ হইচই এর সিজন ৬ এর সেলিব্রেশনে উপস্থিত ছিলেন টলিপাড়ার তারকারা। তাদের মধ্যেই দর্শকদের নজর কেড়েছে চান্দ্রেয়ী এবং অলিভিয়ার বন্ধুত্ব। ইনস্টাগ্রামে একে অপরকে নিয়ে লিখেছেন তাদের প্রথম সাক্ষাৎ সহ একত্রে কাটানো সুন্দর মুহূর্তের বর্ণনা। 
 

Rimpy Ghosh | Published : Sep 22, 2022 11:29 AM IST / Updated: Sep 22 2022, 05:05 PM IST
15
মন্টু পাইলটের বিবিযান ওরফে চান্দ্রেয়ী ঘোষের সাথে বাস্তবে কেমন সম্পর্ক সরমা অর্থাৎ অলিভিয়ার ?

বাংলা চলচ্চিত্র গোটা বিশ্বের মধ্যে অন্যতম। এই চলচ্চিত্র আমাদের সামনে তুলে ধরেছে মনোমুগ্ধকর সিনেমা, ওয়েব সিরিজ এমনকি সিরিয়ালও। এই চলচ্চিত্র দিয়েই পথচলা শুরু হয়েছে অভিনেতা অভিনেত্রীদের। কখনো কখনো ছোট পর্দায় কাজ করেই দর্শকদের নজর কেড়েছে অভিনেত্রীরা। তাদের মধ্যেই দুই অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ ও অলিভিয়া সরকার। 

25

সম্প্রতি চান্দ্রেয়ী এবং অলিভিয়ার মিষ্টি মধুর সম্পর্ক চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। তাদের উভয়েরই একত্রে কাজ শুরু হয় মন্টু পাইলট নামে একটি জনপ্রিয় সিরিজের মাধ্যমে। সিরিজে কাজ চলাকালীন চান্দ্রেয়ী অলিভিয়ার মধ্যে শুরু হয় আলাপ। বুধবার আইটিসি রয়্যাল বেঙ্গল (ITC) এ হইচই এর সিজন ৬ এর সেলিব্রেশন ছিল। সেখানে উপস্থিত ছিলেন আরো তারকারা। তবে পার্টিতে চান্দ্রেয়ী অলিভিয়া দুজনকে একসাথে ক্যামেরার ওপারে পোজ দিতে দেখা যায়। পার্টিতে তোলা ছবি উভয়েই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। 

35

পোস্টের ক্যাপশনে দুজনেই তাদের প্রথম সাক্ষাৎ হত্তয়া থেকে শুরু করে তাদের একত্রে সুন্দর মুহূর্ত কাটানোর কথা শেয়ার করেছেন। চান্দ্রেয়ী ইনস্টাগ্রামে লিখেছেন। 
 

45

চান্দ্রেয়ী ঘোষ
চান্দ্রয়ী ঘোষ মাহুলবনীর সেরেঙ (২০০৪), তিস্তা (২০০৫) সহ আরো সিরিয়াল দিয়ে তার অভিনয় যাত্রা শুরু করেন। তবে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল কিরণমালায় রাক্ষস রানী কটকটির চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন চান্দ্রেয়ী। তারপরে একের পর এক জনপ্র্রিয় সিরিয়াল 'আমি সিরাজের বেগম', 'সিঁদুর খেলা', 'বেহুলা লক্ষীন্দর' সহ আরো অনেক প্রযোজনায় কাজ করেছেন। তবে এখানেই সীমিত নয়, এরপর তিনি কাজ করেছেন মনোমুগ্ধকর ওয়েব সিরিজে ' মন্টু পাইলট' 'মন্টু পাইলট সিজন টু', 'ব্রেকাপ স্টোরি' এর মতো ব্লগব্লাস্টার সিরিজে চোখ ধাঁধানো চরিত্রে ভূমিকা পালন করেছেন। বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন তার পরবর্তী কাজে। 
 

55

অলিভিয়া সরকার
জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়ার অভিনয় জগতে প্রথম পা রাখেন 'বোঝে না সে বোঝে না'(২০১৩) সিরিয়াল দিয়ে। এই সিরিয়াল চলাকালীন অলিভিয়া স্টার জলসারই অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'ঠিক যেন লাভ স্টোরি' তেই ডেবিউ করেন। তারপরে তিনি  হিন্দি সিরিয়াল ' ইস পেয়ার কো কেয়া দাম দু ' তে দুর্দান্ত চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি ' মিলন তিথি', ' জয় কালী কলকাতা ওয়ালি','গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে' ইত্যাদি সিরিয়ালে তিনি ডেবিউ করেছেন। এছাড়াও তিনি কাজ করেন বাংলা জনপ্রিয় ওয়েব সিরিজ 'মন্টু পাইলট'- এ। সেখানে সরমা চরিত্রে অভিনয় করে দর্শকদের পাগল করেছেন অলিভিয়া। এছাড়াও 'মন্টু পাইলট সিজন টু' , ' ব্রেকাপ স্টোরি ' তেও দেখা যায় অভিনেত্রীকে। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos