প্রথম সিনেমায় দুর্দান্ত সফলতার পর সানি দেওল তার ১০ বছরে বক্স অফিসে ৩৫টি সিনেমায় অভিনয় করেন কিন্তু তাদের মধ্যে শুধু সোনি মহিওয়াল, অর্জুন, পাপের জগৎ, বরদী, ত্রিদেব, চালাকি, ঘয়াল, বিষ্ণুদেব, নরসিংহ, বিশ্বাতমা, ডাকাত, দামিনী ও ডর এই কয়েকটি মুভিই আকর্ষনীয় হয় দর্শকদের কাছে বাকি ২২টি ছবিই মারাত্মক ভাবে বিপর্যের মুখে পড়ে।