করবা চৌথ অনুষ্ঠান উপলক্ষে এদিন অনিল কাপুরের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। যেখানে সামিল হয়েছিলেন বলিউডের বেশ কিছু তারকা।
28
উপস্থিত ছিলেন শিল্পা শেট্টিও। এদিন সকলেই স্বামীর মঙ্গল কামনায় ব্রত রেখে থাকেন। সঙ্গে করে থাকেন নির্জলা উপোবাসও।
38
সন্ধের সময় চাঁদের মুখ দেখে স্বামীর মুখ দেখতে হয়। তারপর স্বামীর হাতে জল গ্রহণ করেই ভাঙে উপোবাস।
48
রীতি মেনে ও নিষ্ঠাসহকারেই এই ব্রত রেখে থাকেন সকলে। সেই তালিকা থেকে বাদ পড়লেন না বলিউড তারকারাও।
58
এদিন সকল বিবাহিত মহিলারা একত্রিত হয়ে থাকেন। বয়জেষ্ঠ্যদের কাছ থেকে শোনেন ব্রত কথা। সেই রীতি মেনেই বিভিন্ন সেলিব্রিটিরা তাঁদের বাড়িতে আয়োজন করেন পুজো।
68
মনে করা হয় স্বামীদের দীর্ঘায়ু কামনা করার জন্যই দ্রৌপদী এই ব্রত রাখতেন। যার ফলে পঞ্চপাণ্ডবেরা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন।
78
বলিউডেও এই ধরনের অনেক ঘটনা এবং বিশ্বাসের গল্প শোনা যায়। একবার শ্যুটিং চলার সময় অমিতাভ বচ্চন আহত হয়েছিলেন। তাঁর বিশ্বাস সেই সময় জয়া বচ্চন এই ব্রত রেখে ছিলেন বলেই তিনি ফিরে পেয়েছিলেন তাঁর জীবন।
88
এই দিন করবা চৌথ-এর ব্রত রেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন। শুভেচ্ছাও জানিয়েছিলেন ভক্তদের উদ্দেশে।