যৌন লালসার শিকার হয়ে ট্রমায় চলে গেছিলেন ভাবনা, নারী দিবসের আগেই গর্জে উঠলেন অভিনেত্রী

৮ মার্চ সারা  বিশ্ব জুড়ে  আন্তর্জাতিক নারী দিবস দিনটি মহা সমারোহে পালন করা হয়।  আর সেই তালিকাতে রয়েছে আমাদের ভারতও। রাত পোহালেই নারী দিবস।  সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এই দিনটি ধুমধাম করে পালন করা হয়। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা, ভালবাসা প্রকাশ করে এই দিনটিকে পালন করা হয়। মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবই পালন করা হয় এই দিন। ইতিমধ্যেই নারী দিবসের তোড়জোড় শুরু হয়ে গেছে। সম্প্রতি নারী দিবসের আগেই গর্জে উঠলেন অভিনেত্রী ভাবনা মেনন (Bhavana Menon)। পাঁচ বছর আগেই যৌন হেনস্তার শিকার হন অভিনেত্রী ভাবনা মেনন। এবার নারী দিবসের আগেই সংবাদমাধ্যমে গর্জে উঠলেন ভাবনা মেনন। নিজের আত্মমর্যাদা ফিরে পেতে চান বলে ফুঁসে উঠলেন ভাবনা মেনন।

Riya Das | Published : Mar 7, 2022 5:17 PM
18
যৌন লালসার শিকার হয়ে ট্রমায় চলে গেছিলেন ভাবনা, নারী দিবসের আগেই গর্জে উঠলেন অভিনেত্রী

রাত পোহালেই নারী দিবস।  সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এই দিনটি ধুমধাম করে পালন করা হয়। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা, ভালবাসা প্রকাশ করে এই দিনটিকে পালন করা হয়। মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবই পালন করা হয় এই দিন। 

28

ইতিমধ্যেই নারী দিবসের তোড়জোড় শুরু হয়ে গেছে। সম্প্রতি নারী দিবসের আগেই গর্জে উঠলেন অভিনেত্রী ভাবনা মেনন (Bhavana Menon ) পাঁচ বছর আগেই যৌন হেনস্তার শিকার হন অভিনেত্রী ভাবনা মেনন। এবার নারী দিবসের আগেই সংবাদমাধ্যমে গর্জে উঠলেন ভাবনা মেনন। 

38

সম্প্রতি প্রথমসারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভাবনা (Bhavana Menon )  জানিয়েছেন,  আমার আত্মসম্মান নিয়ে অনেক নোংরা খেলা হয়েছে। তিনি এখনও উঠে দাঁড়িয়েছেন কারণ তার মনে অদম্য মনের জোর রয়েছে।
 

48


দীর্ঘ ৫ বছর পর যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন ভাবনা মেনন (Bhavana Menon )  । এই ঘটনার পর থেকে একাকীত্ব গ্রাস করেছিল তার। তবে এই ভয়ঙ্কর ঘটনার পর  অভিনেত্রী পরিবার ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে ভীষণ ভাবে সহযোগিতা পেয়েছেন।

58


যৌন হেনস্তার পর দীর্ঘদিন ট্রমার মধ্যে চলে গিয়েছিলেন ভাবনা (Bhavana Menon ) । ঠিক কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে। ২০১৭ সালে শুটিং থেকে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। সেই সময় একদল পুরুষ তার উপর চড়াও হয় এবং তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে যৌন হেনস্তা করে।

68

যৌন হেনস্তার (Bhavana Menon )।  ঘটনার  মূল মাথা ছিলেন মালায়ালম অভিনেকা দিলীপ। এই ঘটনার পর দিলীপকে গ্রেফতারও করা হয়েছিল।  এবং বর্তমানে জামিনে ছাড়াও পেয়ে গেছেন মালায়ালম অভিনেতা।

78


অভিনেত্রী ভাবনা (Bhavana Menon ) জানিয়েছেন, যৌন হেনস্তা কথা জানাজানি হতেই প্রতিনিয়তই তাকে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় হেনস্তার মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার পর মালায়ালম ছবিতে কাজ করাও বন্ধ করে দিয়েছেন অভিনেতা।

88

যৌন হেনস্তার (Bhavana Menon )।  এই ঘটনা আদালত পর্যন্ত গড়ালেও  আদালতে গিয়ে প্রতিনিয়ত নিজেক নির্দোষ প্রমাণ করার জন্য তাকে লড়াই চালিয়ে যেতে হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালেই নিজের সম্মান আত্মমর্যাদা ফিরে পেতে চান বলে গর্জে উঠলেন ভাবনা মেনন। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos