পুজোর মাঝেই জন্মদিনের শুভেচ্ছা, উৎসবের মরশুমে ভরে উঠল পাওলির সোশ্যাল মিডিয়ার পাতা

Published : Oct 04, 2019, 03:57 PM IST

ষষ্ঠীতেই জন্মদিনের শুভেচ্ছায় ভরে উঠল পাওলির সোশ্যাল মিডিয়ার পাতা। একের পর এক নয়া ছবি পোস্ট করে নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী। তবে এখানেই শেষ নয়, একাধিক ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। টলি পাড়ার এখন পাওলি ব্যস্ততম নায়িকা। তাঁরই জন্মদিনে রইল কিছু নতুন লুকের সন্ধান। 

PREV
16
পুজোর মাঝেই জন্মদিনের শুভেচ্ছা, উৎসবের মরশুমে ভরে উঠল পাওলির সোশ্যাল মিডিয়ার পাতা
পঞ্চমী থেকেই নজর কাড়া সাজে এবার ধরা দিলেন অভিনেত্রী পাওলি দাম। তাঁর নয়া লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্রই মুগ্ধ ভক্তরা। সাবেকি পোশাক, কিন্তু তা পরার স্টাইলেই বাজিমাত করলেন অভিনেত্রী।
26
বর্তমানে টলি পাড়ার ব্যস্ততম নায়িকা পাওলি। একাধিক ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। চলছে সাঁঝবাতি ছবির শ্যুটিং। চতুর্থীতেই মুক্তি পেয়ে তাঁর ছবি পাসওয়ার্ড। সেখআনেও অভিনয় দক্ষতায় নজর কেড়েছেন তিনি।
36
কেবল ছবির পর্দাই নয়, বিভিন্ন বিজ্ঞাপন থেকে শুরু করে ম্যাগাজিনের কভারেই এখন তাঁর দেখা মেলে।
46
ধারাবাহিক থেকে কেরিয়ার শুরু করলেও বর্তমানে পাওলি স্টাইল আইক্যুন হিসেবেও নিজেকে তুলে ধরেছেন তিনি। তুলে ধরেছেন টলি পাড়ায়।
56
ষষ্ঠীতেই অভিনেত্রীর জন্মদিন। সেই উপলক্ষেই সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠল শুভেচ্ছাবার্তায়। পুজোর আমেজেই ভাসলেন জন্মদিনে।
66
সম্প্রতি বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পাওলি। প্রতিটি ছবিতেই হট লুকে ধরা দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়াতেও।
click me!

Recommended Stories