টোটো চালালেন নিখিল, পেছনে বসে দেশিগার্ল, বিয়ের আসর জমালেন এনজে জুটি

Published : Feb 06, 2020, 01:28 AM ISTUpdated : Feb 06, 2020, 01:29 AM IST

বছরের শেষ থেকে বছরের শুরু। বিয়ের মরসুমে বলিউড থেকে টলিউড তারকা, ধরা দিলেন নয়া লুকে। এবার বিয়ের বাড়ি মাতালেন নিখিল জৈন ও নুসরত জাহান। এই জুটি চুটিয়ে উপভোগ করলেন হলদি অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি।

PREV
15
টোটো চালালেন নিখিল, পেছনে বসে দেশিগার্ল, বিয়ের আসর জমালেন এনজে জুটি
নিখিলের সঙ্গে বিয়ের বাড়িতে নুসরত জাহান। নয়া লুকে তাক লাগালেন অভিনেত্রী। হলুদ ল্যাহেঙ্গাতে এদিন নুসরত যেন দেশি গার্ল।
25
নাচে-গানে আসর জমালেন এই জুটি। হুল্লোরের মঝেই ফ্রেমবন্দি নিখিল-নুসরত জুটি। মানানসই পোশাকও পরলেন দুজনে।
35
সম্প্রতি নিখিল ও নুসরত নিজেদের নতুন ব্র্যান্ড নিয়ে এসেছে। সেখানেই বিয়ের নতুন লুকের পোশাক ডিজাইন করেছেন তিনি।
45
তবে নুসরতের পরনে থাকা ল্যাহেঙ্গা ইউভ কালেকশনের কিনা তা খোলসা করে জানাননি এই জুটি। চোখে সানগ্লাস, হাতে মেহেন্দি, বিয়ের দিন সকালেই সকলের নজর কাড়লেন নুসরত জাহান।
55
মাথায় পাগরি বেঁধে টোটো চালালেন নিখিল, পেছনে বসে নুসরত। মুহূর্তে ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।
click me!

Recommended Stories