রোম্যান্টিক মুডে ফ্রেমবন্দি নুসরত, প্রণয় থেকে বিয়ে, জন্মদিনে অভিনেত্রীর সেরা ছবির হদিশ

পর্দায় প্রেম নয়, বাস্তবেই চুটিয়ে প্রেম করে সাত পাকে বাঁধা পড়েছিলেন নুসরত জাহান। বিয়ের পর কেমন আছে সেই জুটি! উত্তর মেলে প্রতিটি পলকে। নিজেরাই একের পর এক ছবির ফ্রেমে তুলে ধরেন তাঁদের না সম্পর্কের সাত কাহন। জন্মদিনে ফিরে দেখা তেমনই কিছু ছবি।

Jayita Chandra | Published : Jan 8, 2020 8:47 AM IST
120
রোম্যান্টিক মুডে ফ্রেমবন্দি নুসরত, প্রণয় থেকে বিয়ে, জন্মদিনে অভিনেত্রীর সেরা ছবির হদিশ
পর্দায় চুটিয়ে প্রেম করলেও কখন যে চুপি সারে নিজের জীবনের বিশেষ ব্যক্তিটিকে খুঁজে নিয়েছিলেন নুসরত জাহান, তার হদিশ কেউ পাননি।
220
একের পর এক গুঞ্জণ উঠে এসেছিল নুসরতের সম্পর্ক নিয়। ২০১৯ সালের শুরু দিকেই কানাঘুষো শোনা গিয়েছিল যে তিনি নাকি এক প্রকার চুটিয়ে প্রেম করছেন। কিন্তু পাত্র কে! উত্তর মেলেনি তখনও।
320
এরই কিছুদিনের মাথায় নুসরত জাহান প্রকাশ্যে একটি ছবি দিয়েছিলেন। যেখানে দেখা গিয়েছিল তাঁর হাতে এঙ্গেজমেন্ট রিং। সেখান থেকেই শুরু হয় জল্পনা।
420
কয়েকদিনের মধ্যেই প্রকাশ্যে আসে নিখিল জৈনের নাম। তাঁর সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নুসরত জাহান। সেই খবর বেশি দিন আর ঢেকে রাখেননি অভিনেত্রী।
520
কয়েকদিনের মধ্যেই প্রকাশ্যে এসেছিল নুসরত জাহানের বিয়ের খবর। তখন লোকসভা নির্বাচন নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। তারই মধ্যে পরিবারের পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছিল বিনেয়র প্রস্তুতি।
620
এর কয়েকদিন কাটতে না কাটতেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন নুসরত জাহান। চোখ ধাঁধানো ডেস্টিনেশন ওয়েডিং-এ নজর কেড়েছিলেন তিনি সকলেরই।
720
হলদি থেকে শুরু করে সঙ্গীত, রীতি রেওয়াজের দিক থেকে খামতি ছিল না কোনও খানে। নিজেই পছন্দ করে বেছে নিয়েছিলেন নুসরত তাঁর বিয়ের আসরের স্পেশাল গান।
820
এই বিয়ের আসরে সামিল হয়েছিলেন কেবল মাত্র তাঁর কাছের মানুষেরা। পরিবারের সদস্যদের পাশাপাশি বিশেষ কয়েকজন বন্ধু ও মিমিকে দেখা গিয়েছিল ফ্রেমে।
920
তবে তিনি নিরাশ করেননি শুভাকাঙ্খীদের। কলকাতায় ফিরে গালা রিশেপসন পার্টিতে গা ভাসালেন তিনি। সামিল হয়েছিলেন নেতা-মন্ত্রী থেকে শুরু করে টলিউড তারকারাও।
1020
বিয়ের পরই পার্লামেন্টে শপথ নিয়েছিলেন নুসরত জাহান। সেই মুহু্র্তে তাঁর গেটআপ নিয়ে একাধিক প্রশ্ন উঠলেও, পরবর্তীতে তিনি মুখ বুঝে কেবল আউট ফিট দিয়েও কড়া জবাব দিয়েছেন সকলকে।
1120
এরপর হানিমুন, তারপরই একের পর এক ছবি পোস্ট। পর্দায় প্রেম নয়, রোমান্টিক পোজে ভরতে থাকলে প্রকৃতই নুসরতের সোশ্যাল মিডিয়ার পাতা। কখনও হট লুক, কখনও বিশেষ দিনের শুভেচ্ছায় এই জুটি একে অন্যের কাছাকাছি আসা, ও ফ্রেমবন্দি হওয়া।
1220
বিয়ের ছবি প্রকাশ্যে এসেছিল বেশ কয়েকদিন পর। সেখানেও একাধিক পোজে ধরা দিয়েছেন এই জুটি। নিজেই প্রকাশ্যে নিয়ে এসেছেন নুসরত তাঁর বিয়ে ভিডিও।
1320
বিয়ের পর তোলা ছবি। এদিন লাল পোশাকে এক ভিন্ন লুক ফুঁটে উঠেছিল নুসরতের। রঙ্গোলি-তে শ্যাুটের কাজ নিয়ে প্রথম নিখিলের মুখোমুখি হন নুসরত।
1420
তার পর থেকেই সম্পর্কের জল গড়াতে থাকে বহুদূর। বিয়ের পরও রঙ্গোলির হয়ে শ্যুট করতে দেখা। তবে এবার ফ্রেমে নুসরতের সঙ্গে ছিলেন নিখিলও।
1520
বিয়ের আসরেই ফিল্মি মুডে নিখিল নুসরত। প্রোপোজ করে আংটি বদল করেছিলেন নিখিল ও নুসরত জাহান।
1620
একান্তে শারদ শুভেচ্ছা এভাবেই ভাগ করে নিয়েছিলেন নিখিল ও নুসরত। বিভিন্ন উৎসবের মরশুমে একে অন্যের সঙ্গে একই ফ্রেমে বন্দি হয়ে শেয়ার করেছেন একাধিক ছবি।
1720
মহালয়ার ভোরে হোক কিংবা বিজয়া দশমী, প্রথম বছরে শারদীয়ার মেজাজে গা ভাসিয়ে ছিলেন এই জুটি।
1820
নিখিলের জন্মদিনেও বিশেষ পার্টির আয়োজন করেছিলেন নুসরত জাহান। কিন্তু সেই আসরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এবার নিজের জন্মদিনে আর ঘরে পার্টি নয়, নিখিলের সঙ্গে পাড়ি দিলেন অন্য কোথাও।
1920
কারবাচৌথ থেকে শুরু করে দিওয়ালি স্পেশাল দিনে স্পেশাল সেলিব্রেশনে মেতেছিলেন বছরভর এই জুটি।
2020
নতুন ছবি বক্স অফিসে ভালোই ফল করেছে। তাই এবার বছর শুরুতে জন্মদিনে বিশেষ পার্টি, আয়োজনে নিখিল।
Share this Photo Gallery
click me!

Latest Videos