ফের মা হলেন এষা, নতুন অতিথিকে নিয়ে সামনে এলেন অভিনেত্রী
দ্বিতীয় বার মা হলেন এষা দেওল। হাসপাতাল থেকে দুই মেয়ে ও স্বামী ভরত তখতানিকে নিয়ে বাড়ির জন্য রওনা দেওয়ার পথে ধরা পড়লেন পাপারাৎজিদের ক্যামেরায়। দেখে নিন এষা, ভরত, রাধ্যা ও মিরায়ার ফ্যামিলি অ্যালবাম।
swaralipi dasgupta | Published : Jun 13, 2019 1:38 PM
দ্বিতীয় বার মা হলেন এষা দেওল। ইনস্টাগ্রামে নিজেই জানালেন এষা, ১০ জুন এক শিশু কন্যার জন্ম দিয়েছেন তিনি।
ওই স্টেটাসেই তিনি জানিয়ে দেন শিশুকন্যার নাম রেখেছেন মিরায়া।
সোশ্যাল মিডিয়া পোস্টে একটি কার্ড পোস্ট করেন। কার্ডে লেখা, আমাদের ঘরে তোমায় স্বাগত। বেবি গার্ল মিরায়া তখতানি ২০১৯-এর ১০ জুন জন্ম নিয়েছেন। ক্যাপশনে এষা দেওল লেখেন, সবাইকে অনেক ধন্যবাদ ভালবাসা ও আশীর্বাদ দেওয়া জন্য।
দ্বিতীয় বার মা হতে চলেছেন, এই খবরও এষা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানিয়েছিলেন। তিনি একটি পোস্টে লিখেছিলেন, রাধ্যা (এষার প্রথম মেয়ে) এবার বড় দিদি হতে চলেছে।
২০১২ সালে ভরত তখতানির সঙ্গে বিয়ে হয় হেমা মালিনী কন্যা এষার।
২০১৭-য় প্রথম সন্তানের জন্ম দেন এষা। এই শিশুকন্যার নাম রাখেন রাধ্যা।
এর পরে ২০১৮-য় কেকওয়াক নামক একটি শর্ট ফিল্মে অভিনয় করেন এষা। এর কিছুদিনের মধ্য়েই তিনি জানান, ফের মা হতে চলেছেন। মিরায়া আসায় তাঁদের পরিবার আরও ভরে উঠেছে।