সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। যত দিন যাচ্ছে মৃত্যুমিছিল যেন ত্রমশ বাড়ছে। করোনার সাহায্যে এগিয়ে এসেছেন সর্বস্তরের মানুষ।
210
বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রায় সব দেশ। মহামারি থেকে বাঁচতে সকলেই আর্থিক অনুদান করছেন। এবার করোনা মোকাবিলায় ত্রান তহবিলে এগিয়ে এসেছেনজনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং টেলিতারকা কুণাল ভার্মা।
310
বছর তিনেক আগেই সারা হয়ে গিয়েছে বাগদান পর্ব। তবে একমাস আগেই রেজিস্ট্রি মতে বিয়ে সারেন এই তারকা যুগল।
410
চলতি মাসের ১৫ তারিখ মন্ত্রোচারণের মধ্যে সামাজিক মতে প্রেমিক কুণালের সঙ্গে গাটছড়া বাঁধতে চলেছিলেন এই তারকা।
510
বর্তমান পরিস্থিতিতে সেই ভাবনা শিকেয় উঠেছে। নিজের বিলাসবহুল বিয়ের ভাবনা বাতিল করেছেন এই জুটি।
610
বিয়ের খরচের জন্য যাবতীয় টাকা করোনা ত্রাণে দান করেছেন পূজা ও কুণাল। তাদের এই সিদ্ধান্তে পরিবারের সকলেও ভীষণ খুশি হয়েছে।
710
গোটা বিশ্বে মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।
810
যে পরিমাণ অর্থ বিয়েতে খরচ হতো তা স্বেচ্ছাসেবী তহবিলে দান করেছেন এই সেলেব জুটি। শুধু তাই নয়, এটা আনন্দ উদযাপন করার সময় নয়, ভবিষ্যতে পৃথিবীর সমস্ত মানুষ স্বাভাবিক জীবনে ফিরলে আবারও ভালবাসার মানুষগুলোর সঙ্গে আনন্দ করব বলে জানিয়েছেন পূজা।
910
গতবছর দুর্গাপূজার সিঁদুরদানের ছবি শেয়ার করে অভিনেত্রী তাদের বিয়ের কথা জানিয়েছিলেন।
1010
শুধু তাই নয় রেজিস্ট্রি মতে তারা যে বিবাহিত তাও জানিয়েছেন পূজা। আর সকলের আশীর্বাদ নিয়েই তারা নতুন জীবন শুরু করেছে।