বিয়ের পুরো অর্থ দান করলেন করোনা ত্রাণে বাঙালি অভিনেত্রীর এহেন উদ্যোগকে কুর্নিশ আমজনতার

Published : Apr 18, 2020, 03:24 PM ISTUpdated : Apr 19, 2020, 10:59 AM IST

করোনা রুখতে  দেশজুড়ে  জারি হয়েছে দীর্ঘদিনের লকডাউন। প্রথমদফা শেষ হয়ে দ্বিতীয় দফার শুরু যা চলবে আগামী ৩ মে পর্যন্ত। মারণ ভাইাসের ত্রাসে যখন সারা বিশ্ব ত্রস্ত হয়েছে তখনি অভিনব উদ্যোগ নিলেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং টেলিতারকা কুণাল ভার্মা।। লকডাউনের জেরে বাতিল হয়েছে বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান। বিয়ের এলাহি আয়োজন বাতিল হওয়াতে এক মানবিক উদ্যোগ নিয়েছেন এই সেলেবদম্পতি। অনুষ্ঠান বাতিলের সমস্ত টাকা করোনা ত্রাণে দান করলেন তারা। 'এখন আনন্দ করার সময় নয়',করোনা মোকাবিলায় দুঃস্থদের পাশে দাঁড়িয়ে তেমনটাই জানালেন ছোটপর্দার অভিনেত্রী পূজা।

PREV
110
বিয়ের পুরো অর্থ দান করলেন করোনা ত্রাণে বাঙালি অভিনেত্রীর এহেন উদ্যোগকে কুর্নিশ আমজনতার

সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী।  যত দিন যাচ্ছে মৃত্যুমিছিল যেন ত্রমশ বাড়ছে।  করোনার সাহায্যে এগিয়ে এসেছেন সর্বস্তরের মানুষ। 

210

 বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রায় সব দেশ। মহামারি থেকে বাঁচতে সকলেই আর্থিক অনুদান করছেন। এবার করোনা মোকাবিলায় ত্রান তহবিলে এগিয়ে এসেছেনজনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং টেলিতারকা কুণাল ভার্মা।

310

বছর তিনেক আগেই সারা হয়ে গিয়েছে বাগদান  পর্ব। তবে একমাস আগেই রেজিস্ট্রি মতে বিয়ে সারেন এই তারকা যুগল।

410

চলতি মাসের ১৫ তারিখ মন্ত্রোচারণের মধ্যে  সামাজিক মতে প্রেমিক কুণালের সঙ্গে গাটছড়া বাঁধতে চলেছিলেন এই তারকা। 

510


বর্তমান পরিস্থিতিতে সেই ভাবনা শিকেয় উঠেছে। নিজের বিলাসবহুল বিয়ের ভাবনা বাতিল করেছেন এই জুটি।

610


বিয়ের খরচের জন্য যাবতীয় টাকা করোনা ত্রাণে দান করেছেন পূজা ও কুণাল। তাদের এই সিদ্ধান্তে পরিবারের সকলেও ভীষণ খুশি হয়েছে।

710


গোটা বিশ্বে মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।

810

যে পরিমাণ অর্থ বিয়েতে খরচ হতো তা স্বেচ্ছাসেবী তহবিলে দান করেছেন এই সেলেব জুটি। শুধু তাই নয়, এটা আনন্দ উদযাপন করার সময় নয়, ভবিষ্যতে পৃথিবীর সমস্ত মানুষ স্বাভাবিক জীবনে ফিরলে আবারও ভালবাসার মানুষগুলোর সঙ্গে আনন্দ করব বলে জানিয়েছেন পূজা।

910

গতবছর দুর্গাপূজার সিঁদুরদানের ছবি শেয়ার করে অভিনেত্রী তাদের বিয়ের কথা জানিয়েছিলেন। 

1010

শুধু তাই নয় রেজিস্ট্রি মতে তারা যে বিবাহিত তাও জানিয়েছেন পূজা। আর সকলের আশীর্বাদ নিয়েই তারা নতুন জীবন শুরু করেছে।

click me!

Recommended Stories