রাখি বাঙালি হয়েও একটা সময় বলিউড কাঁপিয়ে দিয়েছিলেন। অমিতাভ বচ্চন থেকে রাজেশ খান্না পাল্লা দিয়ে অভিয়ন করেছিলেন। আর গুলজার যার কবিতা আর গান এখনও মাতিয়ে রাখে টিনএজারদের। রাখি আর গুলজার একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন। কিন্তু আপনি জানেন কি রাখি ও গুলজার প্রেম করে বিয়ে করলেও অত্যান্ত তিক্ত পরিস্থিতিতে তাঁদের বিচ্ছেদ হয়। আর সেই জন্য কিছুটা হলেও ফ্যাক্টার বাংলার মহানায়িকা সুচিত্রা সেন। কারণ আঁধি ছবির শ্যুটিং চলাকালীন তাঁদের বিচ্ছেদ হয়েছিল। শুধু বিচ্ছেদই নয়, রাখিকে বেধড়ক পিটিয়েছিলেন স্বামী গুলজার। আর সেই রাতেই একমাত্র মেয়ে মেঘনাকে নিয়ে বেরিয়ে এসেছিলেন রাখি।